লর্ড ডালহৌসি শাসন ব্যবস্থায় কি কি পরিবর্তন করেছিলেন?

অথবা, লর্ড ডালহৌসি শাসন ব্যবস্থায় যেসব পরিবর্তন এনেছিলো সে সম্পর্কে লিখ।

অথবা, লর্ড ডালহৌসি শাসন ব্যবস্থায় যে সমস্ত পরিবর্তন এসেছিল তার আলোকে সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর: ভূমিকা: লর্ড ডালহৌসি তার আট বছরের শাসনামলে ভারতীয় উপমাহদেশের শাসনব্যবস্থার সংস্কার সাধন করে আধুনিক যুগের সূচনা করেন। ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসন বিস্তারের মাধ্যমে তিনি ভারতবর্ষে আধুনিক ও বিচারব্যবস্থা এবং পাশ্চাত্য রীতিনীতির প্রবর্তন করেন।

লর্ড ডালহৌসির শাসনব্যবস্থা: লর্ড ডালহৌসি শাসনব্যবস্থায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিলেন। নিম্নে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো:

প্রথমত, বঙ্গদেশ শাসনের জন্যে লেফটেন্যান্ট গভর্নর বা ছোট লাট নিযুক্ত করেন। এতে গভর্নর জেনারেলের কাজের চাপ হ্রাস পায়।

দ্বিতীয়ত, তিনি কেন্দ্রীয় শাসন পরিষদ স্থাপন করেছিলেন। ভারতের জন্য ভারত সরকার আইন ক্ষেত্রে সর্বময় কর্তৃত্ব করতে থাকলেও স্থানীয় সরকারকে এতে অংশগ্রহণের আহ্বান করা যেত।

তৃতীয়ত, সমগ্র ব্রিটিশ ভারতকে জেলায় ভাগ করা হয় এক জেলার রাজকর্মচারীদের কর্তব্য অনেক বেড়ে যায়।

চতুর্থত, তিনি বাৎসরিক শাসন সংবাদ সংগ্রহের ব্যবস্থা করেন এবং বেসামরিক কর্মচারীদের বিভাগীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন।

পঞ্চমত, আইনের চোখে সকলেই সমান এ নীতির ভিত্তিতে লর্ড ডালহৌসির শাসনকার্য পরিচালিত হতো। বিভিন্ন অপরাধে বন্দী আসামিদের যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য তিনি তাদেরকে ইন্সপেক্টরদের হেফাজতে রাখার নতুন ব্যবস্থা চালু করেন।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ডালহৌসি শাসনব্যবস্থার ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করেন। তার গৃহীত উন্নত শাসনব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয়দের স্বার্থ রক্ষার্থে কাজ করতো। বঙ্গদেশ শাসনের জন্য তিনি একজন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করেন। পাঞ্জাব এবং বার্মাতেও তিনি সুষ্ঠু ও স্বচ্ছ শাসনব্যবস্থা গড়ে তোলেন। ডালহৌসি কেন্দ্রীয় শাসনব্যবস্থার প্রবর্তন করেন।