লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিলেন?

 

অথবা, লাহোর প্রস্তাবের উপস্থাপক সম্পর্কে যা আন লিখ।

উত্তর। ভূমিকা: ভারত উপমহাদেশের ইতিহাসে লাহোর প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। একই সাথে এর ফলাফলও সুদূরপ্রসারী। ১৯৪০ সালে এ প্রস্তাব পেশ করার পর মুসলমানদের সকল সমস্যার একটি নির্দিষ্ট সুরাহা মিলে। পরবর্তী সকল আন্দোলনের দিকপাল হিসেবে কাজ করে ঐতিহাসিক লাহোর প্রস্তাব।

পটভূমি: ভারতে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, হিন্দু জাতীয়তাবাদী চেতনার ফলে বার বার মুসলমানদের স্বার্থে আঘাত আসতে থাকে। ফলে মুসলমানরা তাদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দাবিদাওয়া পেশ করে কিন্তু তা ব্যর্থ হয়। ১৯৩৭ সালের নির্বাচনের পর ভারতীয় কংগ্রেস মুসলিম লীগের সাথে আপস না করে একক মন্ত্রিসভা গঠন করা মুসলমানরা চরমভাবে আশাহত হয়। এ অবস্থায় মুসলমান নেতাগণ তাদের ভাগ্য সম্পর্কে নতুনভাবে ভাবতে শুরু করে। ১৯৩৯ সালে মোহাম্মদ আলী জিন্নাহ তার বিখ্যাত দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করে।

লাহোর প্রস্তাব: ১৯৪০ সালের ২৩ মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের এক অধিবেশনে জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের আলোকে ভারতে মুসলমানদের জন্য পৃথক আবাসস্থলের দাবি জানানো হয়। এটিই ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে খ্যাত।

লাহোর প্রস্তাবের উপস্থাপক: ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরের মুসলিম লীগের অধিবেশন বসে। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ.কে. ফজলুল হক বিখ্যাত এ প্রস্তাব জনতার সামনে উপস্থাপন করে। প্রস্তাব পেশ করার আগের দিনে তাকে ‘বাংলার বাঘ’ উপাধি প্রদান করা হয়। তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন যে, “…. আমি প্রথমে মুসলমান এবং পরে বাঙালি। ১৯০৬ সালে প্রথম বাংলাতে মুসলিম লীগের নিশান উত্তোলিত হয়েছিল এখন বাংলাদেশের নেতা হিসেবে সে মুসলিম লীগের মঞ্চ হতে আমি মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি স্থাপনের প্রস্তাব উত্থাপন করার অধিকার পেয়েছি।” পরবর্তীতে এ প্রস্তাবকে বিকৃত করে ‘পাকিস্তান প্রস্তাব’ হিসেবে রূপ দেওয়ার চেষ্টা হয়। তখন লাহোর প্রস্তাবের উত্থাপনকারী এ. কে. ফজলুল হক একে পাকিস্তান প্রস্তাব হিসেবে প্রচারের বিরুদ্ধে মত প্রকাশ করেন।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, এ প্রস্তাব উত্থাপনের জন্য এ. কে. ফজলুল হক বাংলা তথা ভারতে মুসলমানদের কাছে শ্রদ্ধেয় ও সম্মানিত। এ প্রস্তাবকে ভারতীয় মুসলমানদের সমস্যা সমাধানের জন্য মুসলিম লীগের প্রথম গঠনমূলক প্রস্তাব বলা হয়।