অথবা, ম্যাকিয়াভেলির মতে শাসকের কী কী গুণাবলি অবশ্যই থাকা প্রয়োজন?
অথবা, ম্যাকিয়াভেলির মতে শাসকের কী কী গুণাবলি থাকা দরকার?
অথবা, শাসকের গুণাবলি সম্পর্কে ম্যাকিয়াভেলির চিন্তাধারা সংক্ষেপে আলোচনা কর।
অথবা, The Prince নামক গ্রন্থে ম্যাকিয়াভেলি শাসকের যেসব গুণাবলির কথা উল্লেখ করেছেন তা লিখ।
উত্তরঃ ভূমিকা: ম্যাকিয়াভেলি তাঁর সমগ্র জীবনে যে সমস্ত রাষ্ট্রদর্শনের সমাবেশ ঘটিয়েছেন তার মধ্যে তাঁর শাসকের গুণাবলি সম্পর্কিত ধারণা বিশেষভাবে উল্লেখযোগ্য। ম্যাকিয়াভেলি রাষ্ট্রের শাসকের চরিত্র সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন সেটা সকলের কাছে সুপরিচিত।
শাসকের গুণাবলি সম্পর্কে ম্যাকিয়াভেলির অভিমত: শাসক হিসেবে একজন ব্যক্তি কি ধরনের দায়িত্ব ও গুণাবলির অধিকারী হবে তা বর্ণনা করেছেন। নিম্নে সংক্ষেপে সেটা আলোচনা করা হলো:
রাষ্ট্রনায়কের প্রধান দায়িত্বগুলো নিম্নরূপ:
১. জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা,
২. সম্পত্তি রক্ষা করা,
৩. রাষ্ট্রের ঐক্য সংহতির প্রতি কড়া নজর রাখা,
এজন্য তাকে যেটা করতে হবে-
ক. জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন।
খ. সমাজের উচ্চাভিলাষী অভিজাত সম্প্রদায় সম্পর্কে সর্বদা সচেতন থাকা।
গ. শাসক সর্বদা সৎ গুণাবলি অর্জনে সচেষ্ট হবেন।
ঘ. মানবপ্রকৃতি সম্পর্কে জানতে হবে।
ঙ. জনকল্যাণমূলক সুষ্ঠু আইন প্রণয়ন করতে হবে।
উপসংহার: অবশেষে বলা যায় যে, শাসকের গুণাবলি সম্পর্কে যে ধারণা ব্যক্ত করেছেন সেটা সকলের কাছে প্রশংসনীয়। ম্যাকিয়াভেলি বলেছেন শাসককে হতে হবে শৃগালের মত ধূর্ত, সিংহের মত বলবান।