সংবিধান কী?

অথবা, সংবিধান কাকে বলে?

অথবা, সংবিধানের সংজ্ঞা দাও।

অথবা, সংবিধান বলতে কী বুঝ?

উত্তর: ভূমিকা: সংবিধান হলো রাষ্ট্রপরিচালনার মূলনীতি। সংবিধান ছাড়া কোন রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। সংবিধান হচ্ছে কোন দেশের সর্বোচ্চ আইন, সেই আইনানুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়।

সংবিধান: সাধারণভাবে বলতে গেলে কোন দেশের সরকার কিভাবে গঠিত হবে এবং পরিচালিত হবে সে সম্পর্কে রিভিন্ন নিয়মাবলির সমষ্টিকে সংবিধান বলে।

প্রামাণ্য সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংবিধানের সংজ্ঞা দিয়েছেন। যেমন-

রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেন, “Constitution is the way of life the state has chosen for itself.” অর্থাৎ রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন প্রণালীই সংবিধান।”

লর্ড ব্রাইস (Lord Bryce) এর মতে, “সংবিধান হলো সেসব নিয়ম নীতির সমষ্টি যেগুলো রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে।”
অধ্যাপক ফাইনার (Prof. Finer) এর মতে, “মৌলিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সুষম ব্যবস্থাই সংবিধান।

সি এফ ট্র (C.F. Strong) এর মতে, “সংবিধান হলো এমন কতকগুলো নিয়মকানুনের সমষ্টি যার দ্বারা শাসকের ক্ষমতা, শাসিতের অধিকার ও উভয়ের সম্পর্ক নির্ধারিত হয়।

উপসংহার: অবশেষে বলা যায়, সংবিধান হলো সেই নিয়মের সমষ্টি যা সরকারের ক্ষমতা নির্ধারণ করে বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন করে নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করে।