সরকারের সাথে ব্যক্তির সম্পর্ক আলোচনা কর।

অথবা, ব্যক্তি ও সরকারের মধ্যকার সম্পর্ক বর্ণনা কর।

অথবা, সরকারের সাথে ব্যতির সম্পর্ক কি? আলোচনা কর।

উত্তরঃ ভূমিকা: সরকারের সাথে ব্যক্তির সুগভীর সম্পর্ক বিদ্যমান। সরকার ও ব্যক্তি তথা জনসমষ্টি উভয়ই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান। এ দুটি উপাদান বাতীত রাষ্ট্রের কথা কল্পনা করা যায় না। সরকার বলতে সেই শাসনযন্ত্রকে বুঝায়, যার সাহায্যে রাষ্ট্র তার ইচ্ছাকে প্রকাশ করে ও উদ্দেশ্যকে বাস্তবায়িত করে। আর সরকার গঠিত হয় ব্যক্তির সমন্বয়ে। সুতরাং সরকারের সাথে ব্যক্তির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান।

সরকার ও ব্যক্তির মধ্যকার সম্পর্ক : নিয়ে সরকার ও ব্যক্তির মধ্যকার সম্পর্ক আলোচনা করা হলো:

১. সংজ্ঞাগত সম্পর্ক: রাষ্ট্র ব্যবস্থায় কতিপয় ব্যক্তি মনোনীত বা নির্বাচিত হয়ে জনগণের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করার নামই সরকার। আর ব্যক্তি বলতে কোন একক মানুষকে বুঝায়। একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত হয় জনসমষ্টি। এ জনসমষ্টির মধ্য থেকেই সরকার গঠিত হয়। সুতরাং সরকার ও ব্যক্তির মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান।

২. একই মুদ্রার এপিঠ ওপিঠ: সরকার ও ব্যক্তি মূলত এক ও অভিন্ন সত্তা। কেননা, সরকার গঠিত হয় জনসমষ্টির মাধ্যমে, আর জনসমষ্টি গঠিত হয় ব্যক্তির সমন্বয়ে। সুতরাং একথা বলা যায়, সরকার ও জনসমষ্টির মূল একক হলো ব্যক্তি। তাই অনেকে এদের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে একে একই মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবে আখ্যায়িত করেছেন।

৩. লক্ষ্য ও উদ্দেশ্যগত সম্পর্ক: সরকার ও ব্যক্তির লক্ষ্য ও উদ্দেশ্য পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, সরকারের সার্বিক লক্ষ্য বা উদ্দেশ্য হলো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা এবং ব্যক্তির সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা। সুতরাং একথা বলা যায়, উভয়ের লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন।

৪. পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক: সরকার ও ব্যক্তির সম্পর্কের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সরকার ও ব্যক্তি একে অপরের সহযোগী। কেননা, সরকার কোন সিদ্ধান্ত বা পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইলে জনগণের সহযোগিতা একান্ত কাম্য। জনগণের সহযোগিতা ছাড়া সরকার টিকে থাকতে পারে না।

৫. আশা আকাঙ্ক্ষার প্রতিফলন: সরকারের মাধ্যমেই জনগণ তথা ব্যক্তির আশা আকাঙ্ক্ষার দ্বার উন্মোচিত হয়। কেননা ব্যক্তি এককভাবে অনেক কিছু সম্পাদন করতে পারে না। যা সরকার পরিকল্পিতভাবে অতি সহজে সম্পাদন করতে পারে।

৬. একে অপরের পরিপূরক: সরকার ও ব্যক্তি একে অপরের পরিপূরক। সরকার ব্যতীত যেমন ব্যক্তি চলতে পারে না, তেমনি ব্যক্তি ব্যতীত সরকার গঠিত হতে পারে না। সুতরাং সরকার ও ব্যক্তি উভয়েই উভয়ের উপর নির্ভরশীল।

উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে একথা বলা যায় যে, সরকার ও ব্যক্তির মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সরকার ও ব্যক্তি উভয়ে একে অপরের উপর নির্ভরশীল ও পরিপূরক। এ দুটি উপাদান ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না।