সরকার বলতে কী বুঝ?

অথবা, সরকারের সংজ্ঞা দাও।

অথবা, সরকার কাকে বলে?

অথবা, সরকার কী?

উত্তরঃ ভূমিকা: সরকার একটি রাজনৈতিক সংগঠন। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ নিয়ে সরকার গঠিত। এ সরকার শব্দটি রাষ্ট্রবিজ্ঞানে দু’টি অর্থে ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে, সরকার বলতে দেশের সকল নাগরিককে বুঝায়। সংকীর্ণ অর্থে আইন, বিচার ও শাসন বিভাগের সম্পৃক্ত কর্মকর্তাদের বুঝায়।

সরকার: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সরকারের সংজ্ঞা দিয়েছেন। যথা:

অধ্যাপক গেটেল বলেছেন, “Government is the organization or machinery of the state.” অর্থাৎ, সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংস্থা।

অধ্যাপক গার্নার এর মতে, “সরকার হলো একটি কার্যনির্বাহী মাধ্যম যার দ্বারা নীতি নির্ধারিত হয় ও সরকারের কাজকর্ম নিয়ন্ত্রিত হয়।”

Willoughby বলেন, “সরকার হলো একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছার বাস্তবায়ন করে।”

অধ্যাপক লাস্কি বলেন, “রাষ্ট্র ব্যবস্থায় কতিপয় ব্যক্তি মনোনীত বা নির্বাচিত হয়ে জনগণের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করার নাম সরকার।”

অধ্যাপক বার্কার এর মতে, “জনগণের স্বার্থে জনগণের অর্পিত ক্ষমতা প্রয়োগকারী সংঘকে সরকার বলে।

উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, যাদের উপর রাষ্ট্র পরিচালনার ভার ন্যস্ত এদের সমষ্টিকে সরকার বলে।