অথবা, সামাজিক নীতির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা কর।
অথবা, সামাজিক নীতির আলোচ্য বিষয়গুলো উল্লেখ কর।
অথবা, সামাজিক নীতির বিষয় সম্পর্কে কি যান।
অথবা, সামাজিক নীতির বিষয় কি ছিল?
উত্তর: ভূমিকাঃ সামাজিক নীতির সুনির্দিষ্ট পরিধি নির্ধারণ করা কঠিন। সাংস্কৃতিক ও ধর্মীয় অনুশীলনের যাত্রা, জাতীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা, প্রথা-প্রতিষ্ঠান, আন্তজার্তিক সাহায্য বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে সামাজিক নীতির পরিধি গড়ে ওঠে।
সামাজিক নীতির পরিধিঃ সামাজিক নীতির পরিধি ব্যাপক এবং বিস্তৃত। নিম্নে সামাজিক নীতির পরিধি সম্পর্কে
আলোচনা করা হলো:
১. শিক্ষাঃ শিক্ষা ব্যতীত সামাজিক উন্নয়ন সম্ভব নয়। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই সামাজিক নীতিতে শিক্ষাকে খুবই প্রধান্য দেয়া হয়ে থাকে।
২. স্বাস্থ্যঃ সামাজিক নীতিতে স্বাস্থ্য খাতকে গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। জনগণের স্বাস্থ্য উন্নয়নের জন্য ঔষধ সরবরাহ, ডাক্তারের সংখ্যা বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য গ্রহণ, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস ইত্যাদি বিষয়কে প্রাধান্য দেয়া হয়। স্বাস্থ্য খাতের উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্যনীতি প্রণীত হয়ে থাকে।
৩. সামাজিক আইন: সামাজিক আইন মূলত সমাজের বঞ্চিত অবহেলিত, অসুবিধাগ্রস্তদের অধিকার প্রতিষ্ঠায় প্রণীত হয়ে থাকে। সামাজিক নীতিতে সামাজিক আইন সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়ে থাকে।
৪. সমাজকল্যাণ: সমাজকল্যাণের মাধ্যমে বিভিন্ন শ্রেণি বা গোষ্ঠীর কল্যাণ সাধন করা হয়ে থাকে। এটি সামাজিক নীতির একটি গুরুত্বপূর্ণ পরিধি।
৫. সামাজিক নিরাপত্তাঃ সামাজিক নীতিতে সামাজিক নিরাপত্তা সম্পর্কিত নানাবিধ কার্যক্রম সংযুক্ত থাকে। এই সামাজিক নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করে থাকে। সামাজিক নীতির আলোকে সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
উপসংহার: তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক পশ্চাৎপদতা, জটিল পরস্পর সম্পর্কযুক্ত সামাজিক সমস্যার আধিক্য, রাজনৈতিক অস্থিতিশীলতা, সাংস্কৃতিক অনগ্রসরতা, মৌল মানবিক চাহিদার অপূরণ ইত্যাদি কারণে এসব রাষ্ট্রে স্বাভাবিকভাবেই সামাজিক নীতির পরিধি তুলনামূলকভাবে সীমিত।