অথবা, সামাজিক নীতির প্রশাসনিক অভিনেতা মডেল কি?
অথবা, সামাজিক নীতির প্রশাসনিক অভিনেতা মডেল সম্পর্কে কি জান?
অথবা, সামাজিক নীতির প্রশাসনিক অভিনেতা মডেলর সংজ্ঞা দাও।
উত্তর: ভূমিকা: প্রশাসনিক অভিনেতা মডেল নীতি প্রণয়নের একটি আদর্শ মডেল। এখানে সরকারের বিশেষজ্ঞগণ নীতি প্রণয়নে অংশগ্রহণ করে থাকেন। প্রশাসনিক অভিনেতাদের মতামতের ভিত্তিতে নীতি প্রণীত হলে তা বাস্ত বায়নযোগ্য এবং গ্রহণযোগ্য হয়।
সামাজিক নীতির প্রশাসনিক অভিনেতা মডেল: এ মডেলে মূলতঃ স্থানীয় চাহিদা নিরূপণের প্রতি লক্ষ্য রেখে নীতি প্রণয়ন করা হয়ে থাকে। যেমনঃ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে জনসংখ্যানীতি, শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষানীতি প্রণয়ন করে থাকে। সরকার পরিবর্তন হলো আমলারা স্থায়ী থাকেন। তারা জনগণের চাহিদার প্রতি দৃষ্টি রেখে প্রয়োজনীয় নীতি প্রণয়ন করে থাকেন। প্রশাসনিক অভিনেতা মডেলের সুবিধা হলো দ্রুত নিয়াজ এবং পরিকল্পনা গ্রহণ করা যায়। এ মডেলের অসুবিধা হলো রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপের সম্ভাবনা থাকে।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, সামাজিক নীতি প্রণয়নে অভিনেতা মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক নীতির প্রশাসনিক অভিনেতা মডেল সামাজিক নীতি প্রণয়নের জন্য গুরুত্বপূর্ণ।