অথবা, সার্বভৌমত্বের একত্ববাদ বলতে কী বুঝ?
অথবা, সার্বভৌমত্বের একত্ববাদ কী?
উত্তরঃ ভূমিকা: জন বডিন, টমাস হবস, জেরিমি বেস্থাম প্রমুখ দার্শনিক সার্বভৌমত্বের যেসব মতবাদ প্রচার
করেছেন তাকেই সার্বভৌমত্বের একত্মবাদী তত্ত্ব বলা হয়ে থাকে।
একত্মবাদ: একতাবাদ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:
জন বডিন: ফরাসি চিন্তানায়ক জন বডিন বলেন, সার্বভৌমিকতা হলো আইনের দ্বারা অনিয়ন্ত্রিত এবং চরম ও চিরস্থায়ী ক্ষমতা। আইনের উৎস হিসেবে তিনি সার্বভৌম কর্তৃত্বের কথা বলেছেন।
টমাস হবস: টমাস হবস তাঁর ‘Leviathan’ গ্রন্থে সার্বভৌমত্ব সম্পর্কে ধারণা ব্যক্ত করেন। হবসের মতে, প্রাকৃতিক পরিবেশের দুর্বিষহ ও ভয়াবহ অবস্থা থেকে মুক্তি লাভের জন্য মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করেছে। এ পারস্পরিক চুক্তির মাধ্যমে আদিম মানুষ সকলে নিজেদের সকল ক্ষমতা কোন বিশেষ ব্যক্তির হাতে নিঃশর্তভাবে সমর্পণ করল। এভাবে সকল ক্ষমতা সমর্পণ করায় এক সার্বভৌম ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষের সৃষ্টি হলো।
উপসংহার: উপর্যুক্ত আলোচনা থেকে একথা স্পষ্ট যে, সার্বভৌমিকতা সম্পর্কিত একত্মবাদ বলতে আইনসংগত মতবাদকে বুঝায়। একত্ববাদের মূলকথা হলো যে, সার্বভৌমিকতা চরম, অবাধ ও অসীম। সার্বভৌমিকতা এক ও অবিভাজ্য।