সিপাহী বিদ্রোহ কি?

অথবা, মহাবিদ্রোহ কি?

অথবা, সিপাহী বিদ্রোহ সম্পর্কে কী জান?

অথবা, সিপাহী বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।

উত্তর: ভূমিকা: ভারতীয় উপমাহাদেশের ইতিহাসে ‘British East india company’র বিরুদ্ধে সংঘটিত ১৮৫৭সালের সিপাহী বিদ্রোহ প্রথম স্বাধীনতা আন্দোলন। এ বিদ্রোহ ছিল পলাশীর যুদ্ধের পরবর্তী একশ বছরের ব্রিটিশ শাসন ও শোষণের চরম পরিণতি। ১৮৫৭ সালের এ বিদ্রোহ কোম্পানির সেনাদের মধ্যে শুরু হয়ে তা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ বিদ্রোহ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে না পারলেও জাতীয় চেতনাকে জাগ্রত করেছিল সফলভাবে।

সিপাহী বিদ্রোহ: ১৮৫৭ সালের ২৯ মার্চ কার্তু রাট, দিল্লি ও ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করে। সিপাহীদের দ্বারা সংঘটিত জ ব্যবহারকে কেন্দ্র করে ব্যারাকপুর সেনানিবাস থেকে মঙ্গল পান্ডে ব্রিটিশদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে। তা শীঘ্রই মিও পরিচালিত হওয়ায় ইতিহাসে এ বিদ্রোহ সিপাহী বিদ্রোহ নামে পরিচিতি লাভ করে। সুতরাং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহীদের পরিচালিত আন্দোলনই হলো সিপাহী বিদ্রোহ।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ইংরেজি শাসনের-শোষণ ও নির্যাতনের – বিরুদ্ধে ভারতবাসীর ক্ষোভের চরম প্রতিবাদ। যদি প্রথমে সিপাহীদের প্রত্যক্ষ আঘাতে এ বিদ্রোহ সৃষ্টি হয় তবুও এ বিদ্রোহ ভারতের সকল জনসাধারণকে ব্রিটিশ শোষণ, নির্যাতন ও দমননীতির বিরুদ্ধের এক কাতারে দাঁড় করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামকে বেগবান করেছিল | ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ।