সিস্টেম তত্ত্ব কী?

অথবা, ব্যবস্থা তত্ত্বের সংজ্ঞা দাও।

অথবা, ব্যবহা তত্ত্ব বলতে কি বুঝ?

অথবা, সিস্টেম তত্ত্বের সংজ্ঞা লিখ।

উত্তরঃ ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন আলোচনায় সিস্টেম তত্ত্ব নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিককালের রাজনৈতিক বিশ্লেষণে সিস্টেম তত্ত্ব অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। David Easton এর মতে, “সিস্টেমের ধারণা এ শতাব্দীর সবচেয়ে বেশি আলোচিত ধারণাগুলোর মধ্যে অন্যতম।”

সিস্টেম তত্ত্ব/ব্যবস্থা তত্ত্ব: David Easton হলেন ‘Systein Theory’ এর প্রবক্তা। সিস্টেম তত্ত্বের মূল লক্ষ্য হলো কোন ব্যবস্থার সামগ্রিক পর্যালোচনা। সামগ্রিক বা অখণ্ডরূপে কোন কিছুর পর্যালোচনা বা বিশ্লেষণই সিস্টেম তত্ত্বের উদ্দেশ্য। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী সিস্টেম তত্ত্বের যে সংজ্ঞা প্রদান করেছেন তা নিম্নে দেয়া হলো:

Morton Kaplan এর মতে, “সিস্টেম হলো পাস্পরিক বন্ধনে আবদ্ধ একরাশি উপাদান, যা তার পরিবেশ থেকে বিচ্ছিন্ন এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে ঐসব উপাদানের কার্যকারিতায় এক নিয়মিত সূত্র লক্ষ্য করা যায়।”

Anatol Rapport বলেন, “A whole which functions as a whole virtue of the inter dependence of its parts is called a system.”
David Easton বলেন, “রাজনৈতিক ব্যবস্থা হলো উদ্দেশ্য স্থির করার, নিজেকে রূপান্তরিত করার ও পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করার সৃজনমূলক ক্ষমতা সম্পন্ন এক ব্যবস্থা।” David Easton তাঁর The political system গ্রন্থে রাজনৈতিক ব্যবস্থার চারটি উপাদানের কথা বলেছেন, যথা: (১) ব্যবস্থা, (২) তথ্য প্রেরণ ও অবগতি, (৩) পরিবেশ এবং (৪) সাড়া প্রদান।

উপসংহার: উপর্যুক্ত বিশ্লেষণের আলোকে বলতে পারি যে, সিস্টেম তত্ত্ব বা ব্যবস্থা তত্ত্ব হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা বণ্টন ও প্রয়োগের দ্বারা প্রভাবিত জীবনধারণের উপকরণসমূহের কর্তৃত্বসম্পন্ন বরাদ্দের বিষয়ে আলোচনা করা হয়।