সেন্ট অগাস্টিনের পরিচয় দাও।

অথবা, সেন্ট অগাস্টিনের জীবনী সংক্ষেপে লিখ?

অথবা, সেন্ট অগাস্টিন কে ছিলেন?

অথবা, সেন্ট অগাস্টিনকে একুইনাস সম্পর্কে কী জান?

উত্তর: ভূমিকা: মধ্যযুগের রাষ্ট্রচিন্তার সূচনালগ্নে যেসব মনীষীর আবির্ভাব ঘটেছিল, তাদের মধ্যে সেন্ট অগাস্টিন অন্যতম। তাঁর রাষ্ট্রচিন্তার প্রসার ঘটার ক্ষেত্রে খ্রিস্টধর্ম বিশেষ ভূমিকা রাখে। রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে খ্রিস্টধর্মের স্বীকৃতি এবং বহু দেববাদের প্রতি ধিক্কার তিনি সমর্থন করেন নি। তিনি সেন্ট এ্যমব্রোস এর নিকট দীক্ষা নেন। দীক্ষা গ্রহণের পর অগাস্টিন খ্রিস্টধর্ম সম্পর্কে প্রচুর পড়াশোনা করেন, বহু দেববাদীদের রোমান শক্তির পতন সম্পর্কে সমালোচনার জবাব দেয়ার জন্য তিনি তৈরি হতে থাকেন। এভাবে খ্রিস্টধর্মকে নতুন আলোকে বিচার করার জন্য অগাস্টিন নিজেকে গড়ে তোলেন।

অগাস্টিনের পরিচয়: সেন্ট অগাস্টিন উত্তর আফ্রিকাতে ৩৫৪ সালে জন্মগ্রহণ করেন। অগাস্টিনের মা গোড়া খ্রিস্টান ছিলেন। কিন্তু তাঁর বাবা খ্রিস্টধর্মের প্রতি আদৌ আসক্ত ছিলেন না। ৩৮৭ সালে ইতালিতে তিনি খ্রিস্টধর্মে দীক্ষা গ্রহণ করেন ও পরে উত্তর আফ্রিকার বিভাগ নিযুক্ত হন। তিনি সেন্ট অ্যাড্রোজ এর নিকট দীক্ষা নেন। তাঁর উল্লেখযোগ্য রচনাবলি হলো দি সিটি অব গড (The City of God) এ গ্রন্থটি ২২ খণ্ডে বিভক্ত। যা রচনা করতে ১৩ বছর সময় লাগে। গেটেল (Gettell) The City of God সম্পর্কে বলেন, “পঞ্চম শতাব্দীতে এটি একটি অত্যন্ত প্রভাবশালী গ্রন্থ ছিল। বহু দেববাদীরা যে খ্রিস্টধর্মের সমালোচনা করতো অগাস্টিন তার প্রতিবাদে এ গ্রন্থ রচনা করেন। তাঁর অপর রচনাগুলো হলো কনফেশনস (Confessions), দি সিটি অব আর্থ (The City of Earth)। সেন্ট অগাস্টিন ৪৩০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শনে মধ্যযুগে আলোড়ন সৃষ্টি করেছিল। অগাস্টিন প্রথমে তার বাবার ধর্ম প্যাগান পরবর্তীতে তার মাতার ধর্ম খ্রিস্ট ধর্মের অনুসারী হন। ইউরোপের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধানতম বৈশিষ্ট্য ছিল রাজা ও যাজকের মধ্যকার দ্বন্দ্ব। যেটা রাজার পরিবর্তে গির্জার কর্তৃত্বকে অধিক প্রাধান্য দিয়েছেন।