সেন্ট অগাস্টিনের রাষ্ট্রচিন্তার পটভূমি সংক্ষেপে আলোচনা কর।

অথবা, সেন্ট অগাস্টিনের রাষ্ট্রচিন্তার প্রেক্ষাপট উল্লেখ কর।

অথবা, সেন্ট অগাস্টিনের রাষ্ট্রচিন্তার প্রেক্ষাপট কী ছিল? সংক্ষেপে লিখ।

অথবা, সেন্ট অগাস্টিনের রাষ্ট্রচিন্তার পটভূমি সম্পর্কে যা জান লিখ।

উত্তর: ভূমিকা: রাষ্ট্রচিন্তার ইতিহাসে সেন্ট, অগাস্টিন একটি বিশিষ্ট নাম। গ্রিক ও রোমান সভ্যতা ও খ্রিস্টীয় সভ্যতার সন্ধিস্থলে দাঁড়িয়ে সেন্ট অগাস্টিন এ পৃথিবীর মানুষের জন্য এক অভয় বাণী উচ্চারণ করেন। “The City of God” গ্রন্থটি তাঁর জীবনের অন্যতম সেরা অর্জন।

সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন: সেন্ট অগাস্টিন তাঁর ‘The Civitate Dei’ গ্রন্থে রোম সাম্রাজ্যের পতনের একটি সন্তোষজনক ব্যাখ্যা দেন। ৪১০ খ্রিস্টাব্দে এলানিক ও গোথ দস্যুদের আক্রমণে রোম সাম্রাজ্যের পতন হওয়ার পর দুর্বলচেতা প্যাগানপন্থি খ্রিস্টানগণ খ্রিস্টধর্মকে দোষী করতে শুরু করে। তাদের বক্তব্য ছিল খ্রিস্টধর্ম গ্রহণ করার আগে রোম প্যাগানগণ দেবীর অভিভাবকত্বে ছিল তখন এ সাম্রাজ্যের কোন ক্ষতি হয় নি। অগাস্টিনের মতে, মানুষের জীবনের দু’টি অংশ আছে। একটি তাঁর দেহ এবং অন্যটি তার আত্মা। অগাস্টিনের মতে, রাষ্ট্র ও সরকার গড়ে উঠেছে মানুষের পাপ পড়ে। তাঁর মতে রাষ্ট্রের একমাত্র সংস্থা হলো চার্চ বা গির্জা।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার ইতিহাসে সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শনের ভূমিকা নিংসন্দেহে গুরুত্বপূর্ণ। তিনি তাঁর চিন্তাধারা খ্রিস্টধর্মকে এমন একটা অবস্থানে দাঁড় করিয়েছেন যে, অধ্যাপক সেবাইন তাঁর ভাবধারাকে খ্রিস্টধর্মের খনি বলে অভিহিত করেছেন।