সেন্ট টমাস একুইনাসের সরকারের শ্রেণিবিভাগ সংক্ষেপে ব্যাখ্যা কর।

অথবা, সেন্ট টমান একুইনাসের সরকারের শ্রেণিবিভাগ কী?

অথবা, সেন্ট টমাস একুইনাস কিভাবে সরকারের শ্রেণিবিভাগ করেছেন? লিখ।

অথবা, সেন্ট টমাস একুইনাসের সরকারের শ্রেণিবিভাগ সম্পর্কে কী জান? সংক্ষেপে আলোচনা কর।

উত্তরঃ ভূমিকা: মধ্যযুগের রাষ্ট্রচিন্তার ইতিহাসে যে ক’জন মনীষীর নাম চিরস্মরণীয় হয়ে আছে তাদের মধ্যে সেন্ট টমাস একুইনাস অন্যতম। তিনি মধ্যযুগের বিভিন্ন রাষ্ট্রচিন্তা সম্পর্কে তার মতবাদ ব্যক্ত করেছেন। তাঁর রাষ্ট্রচিন্তার অন্যতম দৃষ্টান্ত হলো সরকারের শ্রেণিবিভাগ।

সরকারের শ্রেণিবিভাগ: একুইনাস রাষ্ট্র ও সরকার সম্পর্কে যে, মতবাদ ব্যক্ত করেছেন, তার সাথে এরিস্টটলের রাষ্ট্র ও সরকার সম্পর্কিত মতবাদের বহুলাংশে সাদৃশ্য রয়েছে।

একুইনাসের মতে, “যে কোন সমাজে একাধিক শ্রেণি থাকে। এসব শ্রেণি সমস্বার্থবিশিষ্ট নয় বলে এদের মাঝে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠে।” সমাজে যাতে এরূপ সংঘর্ষ না ঘটে এবং ঘটে গেলে মীমাংসার জন্য একটি ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষের প্রয়োজন, রাষ্ট্র হলো সে কর্তৃপক্ষ। এ প্রেক্ষিতে একুইনাস রাষ্ট্রকে একটি স্বাভাবিক প্রতিষ্ঠান বলে অভিহিত করেন।

সমাজে যত লোক সকলে একই যোগ্যতাসম্পন্ন নয়। প্রতিভা ও দক্ষতার ক্ষেত্রে রয়েছে বৈচিত্র্য। এ বৈচিত্র্য গুণ ও ক্ষমতাসম্পন্ন মানুষের মধ্যে যারা যোগ্যতা, দক্ষতা ও প্রজাসম্পন্ন কেবল তারাই রাষ্ট্রপরিচালনার দায়িত্ব গ্রহণের যোগ্য। একুইনাস এখানে এরিস্টটলকে পুরোপুরি অনুসরণ করেন।

একুইনাস এরিস্টটলের মতো মিশ্র প্রকৃতির সরকারের কথা বলেছেন। তিনি সরকারকে ভালো ও খারাপ এ দু’শ্রেণিতে বিভক্ত করেছেন। তিনি তাঁর ‘On Kingship’ গ্রন্থে এ বিষয়ে উল্লেখ করেছেন। উক্ত গ্রন্থে একুইনাস সরকারকে নিম্নোক্ত শ্রেণিতে বিভক্ত করেছেন।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, একুইনাস তার রাষ্ট্রচিন্তায় সরকারের শ্রেণিবিভাগের যে ব্যাখ্যা করেছেন সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি তার সরকারের শ্রেণিবিভাগ করণের ক্ষেত্রে গ্রিক দার্শনিক এরিস্টটলের পদায় অনুসরণ করেছেন, যে কারণে তার রাষ্ট্রচিন্তায় বিভিন্ন দিকের সমন্বয় ঘটেছে।