স্বত্ববিলোপ নীতির শর্তাবলি লিখ।

অথবা, স্বত্ববিলোপ নীতির শর্তাবলি সম্পর্কে আলোচনা কর।

অথবা, স্বত্ববিলোপ নীতির শর্তাবলি সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা কর।

অথবা, স্বত্ববিলোপ নীতির শর্তাবলি সম্পর্কে যা জান লিখ।

উত্তর: ভূমিকা : লর্ড ডালহৌসি ১৮১২ খ্রিঃ জন্মগ্রহণ করেন এবং ৩৫ বছর বয়সে তিনি ভারতবর্ষের গভর্নর হন। ঐতিহাসিক ডি. ডি. মহাজন বলেন, “তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী এবং ভারতে ব্রিটিশ ডোমিনিয়নের সীমা বৃদ্ধি করার জন্য তিনি সব ব্যবস্থা গ্রহণ করেন। তাঁর শাসনকাল ভারতবর্ষে ব্রিটিশ শাসনের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সংযোজন করেন।”

স্বত্ববিলোপ নীতির শর্তাবলি: স্বত্ব বিলোপ নীতির শর্তাবলি ছিল নিম্নরূপ:

প্রথমত, কোম্পানির আশ্রিত রাজ্যের কোনো রাজা অপুত্রক অবস্থায় উত্তরাধিকার বিহীন হয়ে দত্তক পুত্র গ্রহণ করতে চাইলে কোম্পানির পূর্বানুমতি নিতে হবে। অনুমতি দেওয়া না দেওয়া সম্পূর্ণ কোম্পানির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে।

দ্বিতীয়ত, যেসব রাজ্য ব্রিটিশদের দ্বারা সৃষ্ট এবং ব্রিটিশদের উপর নির্ভরশীল যেসব রাজ্যের ক্ষেত্রে কোনো রাজার পুত্র বা উত্তরাধিকারী না থাকলে সেই রাজাকে দত্তক গ্রহণে অনুমতি দেওয়া হবে না। সেসব রাজ্যের রাজার মৃত্যুর পর তা সরাসরি কোম্পানির অন্তর্ভুক্ত হবে।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ডালহৌসি স্বত্ববিলোপ নীতির দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারতাকে বহুগুণে বৃদ্ধি করেন। এতে তিনি ব্রিটিশদের প্রশংসাও অর্জন করেছিলেন। তবে ভারতবাসীর মনে তার এ নীতি দারুণ অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি করে। তার স্বত্ববিলোপ নীতি ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির অন্যতম প্রতীক।