অথবা, লর্ড ডালহৌসি কেন স্বত্ববিলোপ নীতি গ্রহণ করেন?
অথবা, লর্ড ডালহৌসি যে কারণে স্বত্ববিলোপ নীতি গ্রহণ করেন সে সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, লর্ড ডালহৌসী কিভাবে ইহা প্রয়োগ করেন?
উত্তর: ভূমিকা: ব্রিটিশ শাসকদের মধ্যে লর্ড ওয়েলেসলির ন্যায় লর্ড ডালহৌসিও ছিলেন মনে-প্রাণে ঘোর সম্রাজ্যবাদী। ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার সম্বন্ধে তার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। দেশীয় রাজন্যবর্গের শাসন অপেক্ষা ব্রিটিশ শাসন অধিকতর মঙ্গলকর হবে এ ধারণার বশবর্তী হয়ে তিনি সাম্রাজ্য বিস্তারনীতি প্রবর্তন করেন। তিনি যে কয়টি নীতি গ্রহণ করেছিলেন তন্মধ্যে স্বত্ববিলোপ নীতিই সর্বাপেক্ষা উল্লেখযোগ্য।
স্বত্ববিলোপ নীতির উদ্দেশ্য: লর্ড ডালহৌসির স্বত্ব বিলোপ নীতির উদ্দেশ্য ছিল নিম্নরূপ:
১. ভারতবাসীর কল্যাণ সাধন : দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনে এনে পাশ্চাত্য ভাবধারায় শাসন ও সংস্কার প্রবর্তন দ্বারা ভারতবাসীর কল্যাণ সাধন করাই ছিল ডালহৌসির স্বত্ববিলোপ নীতির প্রধান উদ্দেশ্য।
২. ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনে দেশীয় রাজ্যগুলো আনয়ন: লর্ড ওয়েলেসলি কর্তৃক প্রবর্তিত অধীনতামূলক মিশ্রতা চুক্তি লর্ড ডালহৌসি সমর্থন করতেন না। তা মিত্রতা চুক্তির ফলে দেশীয় রাজারা ব্রিটিশ শক্তির আশ্রয় পুষ্ট হয়ে দুঃশাসন করার সুযোগ পেয়েছিল। তাই দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনে আনার নীতি হিসেবে তিনি স্বত্ব বিলোপ নীতিকেই অধিকতর শ্রেয় মনে করেন।
৩. ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সংহতি রক্ষা: ডালহৌসির স্বত্ব বিলোপ নীতির দ্বিতীয় প্রধান উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ সামাজ্যের সংহতি রক্ষা করা। ব্রিটিশ অধিকৃত ভারতের তিনটি প্রধান কেন্দ্র কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই এর মধ্যবর্তী স্থানে কতকগুলো স্ব-শাসিত রাজ্যের অবস্থান তার কাছে ভয়ানক বিসদৃশ ও আপত্তিজনক বলে মনে হতো।
৪. ব্রিটিশ পণ্যের বাজার সৃষ্টি: লর্ড ডালহৌসির একটি সুপ্ত বাসনা ছিল স্বত্ববিলোপ নীতির মাধ্যমে দেশীয় রাজ্যগুলো অধিগ্রহণ করে সেগুলোর আধুনিকীকরণ ঘটালে ভারতীয়দের রুচি বদলাবে এবং তারা বিলেতি পণ্য বেশি ক্রয় করবে। এভাবে ব্রিটিশ বাণিজ্য ও শিল্পপতিদের স্বার্থরক্ষা হবে।
উপসংহার: পরিশেষে বলা বলা যায় যে, স্বত্ববিলোপ নীতি ছিল ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের একটি অজুহাত মাত্র। চরম কপটতা ও ধৃষ্টতার পরাকাষ্ঠা প্রদর্শন করে ডালহৌসি একের পর এক রাজ্য অধিগ্রহণ করেন। যুদ্ধ পরিচালনায় তিনি ছিলেন বিখ্যাত, প্রাচ্যের একজন আব্রাহাম লিঙ্কন। শাস্তি স্থাপনে তিনি ছিলেন আরও অধিক বিখ্যাত।