অথবা, স্বত্ব বিলোপ নীতির দোষ-ত্রুটি সম্পর্কে কী জান?
অথবা, স্বত্ব বিলোপ নীতির দোষ-ত্রুটি আলোকে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।
অথবা, স্বত্ব বিলোপ নীতির দোষ-ত্রুটিগুলি উল্লেখ কর।
উত্তর: ভূমিকা: ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ইতিহাসে লর্ড ডালহৌসির শাসনকাল একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে। ১৮৪৮ সালে মাত্র ৩৬ বছর বয়স্ক যুবক লর্ড ডালহৌসি গভর্নর জেনালের হয়ে এদেশে আসেন। তার রাজ্য লিপ্সা অত্যধিক প্রবল ছিল। ডালহৌসির স্বত্ব বিলোপ নীতি ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তৃতি ঘটালেও এ নীতির জন্য তিনি ভারতবাসীর নিকট অপ্রিয় হয়ে উঠেছিলেন।
স্বত্ব বিলোপ নীতির দোষ-ত্রুটি: ডালহৌসির স্বত্ব বিলোপ আইন ছিল কুটিল ও নিষ্ঠুরতাপূর্ণ। এর পরিণাম বা ত্রুটিগুলো ছিল নিম্নরূপ:
১. ন্যায্য সুযোগের অপব্যবহার: ডালহৌসি নিজেই মন্তব্য করেছিলেন, দেশীয় রাজ্য অধিগ্রহণের জন্য ন্যায্য সুযোগ পেলে কোম্পানির তা অবহেলা করা উচিত নয়। তাই ডালহৌসি যে-কোনো উপায়ে দেশীয় রাজ্য অধিগ্রহণ করতে চান, এরূপ ভীতি দেশীয় রাজাদের মনে কাজ করে।
২. হিন্দু সমাজের প্রাচীন রীতি নস্যাৎ: অপুত্রক রাজার দত্তকপুত্র গ্রহণ ছিল হিন্দু সমাজের একটি প্রাচীন রীতি। ডালহৌসি এ অধিকার ও রীতিকে নস্যাৎ করায় দেশীয় রাজা ও প্রজারা অসন্তুষ্ট হন।
৩. বেকারত্ব সৃষ্টি: দেশীয় রাজাদের অধিগ্রহণ করায় দেশীয় রাজ্যের বহু কর্মচারী ও সৈনিক চাকরি হারায়। এসব চাকরিচ্যুত কর্মচারী ও সৈনিকরা তাদের পরিবারবর্গ নিয়ে নিরাশ্রয় হয়ে মহাবিদ্রোহে অংশগ্রহণ করে।
৪. ভাতা ভোগী রাজাদের উপর প্রয়োগ: লর্ড ডালহৌসি স্বত্ব বিলোপ নীতিকে নির্বিচারে প্রয়োগ করেন। এমনকি যেসব দেশীয় রাজা রাজ্যের বিনিময়ে কোম্পানির ভাতা ভোগ করতেন তাদেরকেও দত্তক গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করেন।
৫. ডালহৌসির স্ববিরোধিতা: লর্ড ডালহৌসি নিজেই স্বত্ব বিলোপ নীতির সীরেখা মেনে চলেননি। তিনি নির্বিচারে নির্ভরশীল ও আশ্রিত উভয় প্রকার রাজ্যের ক্ষেত্রে স্বত্ব বিলোপ আইন প্রয়োগ করেন। পরবর্তীকালে কোনো কোনো রাজার ক্ষেত্রে ডালহৌসির সিদ্ধান্ত অন্যায় প্রমাণিত হয়। পরবর্তী গভর্নর জেনালের লর্ড কানিং, ভগৎ, উদয়পুর রাজ্য উত্তরাধিকারীদের ফেরত দিতে বাধ্য হন। পরিচালকসভার নির্দেশে করাটলী রাজ্যও ফেরৎ দেওয়া হয়।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, লর্ড ডালহৌসি স্বত্ব বিলোপ নীতি ব্যাপকভাবে প্রয়োগ করে ব্রিটিশ সাম্রাজ্যের আয়তন অনেকাংশে বৃদ্ধি করেছিলেন। আইন ও নীতিগতভাবে ডালহৌসির এই নীতি কখনই সমর্থনযোগ্য নয়। কারণ হিন্দু রাজাদের দত্তকপুত্র গ্রহণের অধিকার চিরদিনই স্বীকৃত ছিল। তাছাড়া এই নীতি গ্রহণ করে ডালহৌসি বিজ্ঞতার পরিচয় দেননি। এর ফলে দেশীয় রাজাদের তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয় যা ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত করে।