স্বত্ব বিলোপ নীতির পরিণতি বা ফলাফল কি হয়েছিল?

অথবা, স্বত্ব বিলোপ নীতির পরিণতি বা ফলাফল সম্পর্কে কী জান?

অথবা, স্বত্ব বিলোপ নীতির ফলাফল বলতে কী বুঝ?

অথবা, স্বত্ব বিলোপ নীতির পরিণতি বা ফলাফল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর: ভূমিকা: ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অগ্রগতিতে যাদের নাম সর্বাগ্রে স্মরণীয় তাদের মধ্যে লর্ড ডালহৌসি ছিলেন অন্যতম। তার শাসনকাল ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের একটি স্মরণীয় অধ্যায়। দেশীয় রাজন্যবর্গের শাসন অপেক্ষা ব্রিটিশ শাসন অধিকতর মঙ্গলকর হবে এ ধারণার বশবর্তী হয়ে তিনি সাম্রাজ্য বিস্তারনীতি প্রবর্তন করেন। ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার সম্বন্ধে তার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না।

স্বত্ববিলোপ নীতির পরিণতি বা ফলাফল: ১৮৫৭ সালের বিদ্রোহের জন্যে লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদী মনোবৃত্তি ও স্বত্ববিলোপ নীতির প্রয়োগ যে দায়ী ছিল সে সম্বন্ধে নিরপেক্ষ ঐতিহাসিক মাত্রই একমত। যদিও ডালসৌসি স্বত্ববিলোপ নীতি উদ্ভাবন করেনি এটা উদ্ভাবন করেছিলেন কোম্পানির ডাইরেক্টর সভা। কিন্তু এই নীতি ডালহৌসির সাম্রাজ্যবাদী মতলব হাসিলের পক্ষে উপযোগী হয়েছিল এবং তিনি এর সদ্ব্যবহার ও অপব্যবহার
দুই-ই করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে, দেশীয় রাজ্যগুলো যতই ইংরেজদের অধিকারে আসবে ততই ব্রিটিশসাম্রাজ্য যেমন বিস্তৃত হবে, তেমনি দেশীয় রাজ্যগুলোর প্রজাগণ ব্রিটিশ শাসনের সুফল ভোগ করবে। তাঁর পূর্ববতী গভর্নর জেনারেল ডাইরেকটর সভার নির্দেশ সত্ত্বেও ভারতীয় চিরাচরিত রীতিনীতির কথা চিন্তা করে দেশীয় নৃপতিগণের অধিকার হরনে অগ্রসর হননি। কিন্তু লর্ড ডালহৌসির নিকট ভারতীয় রীতি-নীতি বা আচার-ধর্মের কোনো মূল্যই ছিল না। তার স্বত্ব বিলোপ নীতির ফলে দেশীয় রাজাগণের মনে ভীষণ আতঙ্কের সৃষ্টি হয় এবং এটা যে ১৮৫৭ সালের বিদ্রোহের জন্যে যথেষ্ট পরিমাণে দায়ী সে বিষয়ে সন্দেহ নেই।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ডালহৌসির সাম্রাজ্যবাদী কার্যকলাপ ভারতীয়দের প্রচলিত রীতি-নীতির ওপর চরম আঘাত হেনেছিল। যার ফলে তার বিভিন্ন উন্নয়ন-মূলক কর্মকাণ্ডে ও ভারতবাসী অভিসন্ধি খুঁজে পেত। ডালহৌসির প্রবর্তিত পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারার প্রচলন, রেলপথ ও টেলিগ্রাফ নির্মাণ প্রভৃতি উন্নয়ন মূলত কাজের অঙ্গ হলেও কুসংস্কারাচ্ছন্ন ভারতবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠেছিল।