স্বত্ব বিলোপ নীতি বলতে কি বুঝ?

অথবা, স্বত্ব বিলোপ নীতি কি?

অথবা, স্বত্ব বিলোপ নীতি সম্পর্কে কী জান?

অথবা, স্বত্ব বিলোপ নীতি সম্বন্ধে একটি টীকা লিখ।

অথবা, লর্ড ডালহৌসির ‘স্বত্ববিলোপ নীতি’ আলোচনা কর।

অথবা, ‘স্বত্ব বিলোপ নীতি’ ব্যাখ্যা কর।

উত্তর: ভূমিকা: ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যেবাদের অগ্রগতিতে যাদের নাম সর্বাগ্রে স্মরণীয় তাদের মধ্যে লর্ড ডালহৌসি প্রথম সারির একজন শাসক হিসেবে পরিচিত। তার শাসনকাল ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের একটি স্মরণীয় অধ্যায়। তিনি ছিলেন লর্ড ওয়েলেসির মতো একজন ঘোর সাম্রাজ্যবাদী। তাঁর শাসনকাল ভারতবর্ষে ব্রিটিশ শাসনের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে।

স্বত্ব বিলোপনীতি: লর্ড ডালহৌসি সাম্রাজ্যবাদী ভাবধারায় পুষ্ট হয়ে স্বত্ববিলোপ নীতির প্রয়োগে সর্বাধিক সংখ্যক রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এ নীতির মূল কথা ছিল ব্রিটিশের অনুগ্রহে এক প্রশয়ে যে সকল দেশীয় রাজবংশের উৎপত্তি হয়েছিল যেসব রাজবংশের কোনো উত্তরাধিকারী না
থাকলে রাজ্যগুলো প্রত্যক্ষভাবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে পড়বে। লর্ড ডালহৌসি দত্তক পুত্রের উত্তরাধিকার সম্পূর্ণরূপে অস্বীকার করেন। অবশ্য তিনি এ-ও ঘোষণা দেন যে, ব্রিটিশের আশ্রিত

মিত্র রাজ্যের প্রতি এই নীতি প্রয়োগ করা হবে না। ১৮৩৪ সালে ডাইরেক্টর সভা নির্দেশ দেয় যে, আইন সংগত উত্তরাধিকারীর মৃত্যুর পর আশ্রিত দেশীয় রাজ্যে কোনো দত্তক পুত্রকে সিংহাসন লাভের অনুমতি দেওয়া যাবে না। উল্লেখ্য যে ডালহৌসির পূর্বে ১৮৪০ সালে কোলাক ও ১৮৪২ সালে সুরাটের ক্ষেত্রে এর প্রয়োগ লক্ষ করা যায়। ডালহৌসি কর্তৃক উদ্ভাবিত না হলেও সাম্রাজ্যবাদী পরিকল্পনার ক্ষেত্রে তিনি যে এ নীতির ব্যাপক প্রয়োগ করেন তাতে কোনো সন্দেহ নেই।

স্বত্ব বিলোপ নীতির উদ্দেশ্য : স্বত্ব বিলোপ নীতি প্রয়োগের ক্ষেত্রে দুইটি উদ্দেশ্য নিহিত ছিল। যথা-

১. দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তৃতির দ্বারা দেশীয় প্রজাবর্গকে ইংরেজ শাসনের সুফল ভোগ করতে দেওয়া।

২. ব্রিটিশ সাম্রাজ্যের সংহতি রক্ষা করা।

স্বত্ব বিলোপ নীতির উৎপত্তি: লর্ড ডালহৌসি এ নীতির উদ্ভাবক ছিলেন না। ইংল্যান্ডের ডাইরেক্টর সভা এর উদ্ভাবক ছিল তবে ডাইরেক্টর সভার নির্দেশ সত্ত্বেও লর্ড ডালহৌসির পূর্বে আর কোনো ইংরেজ শাসক এ নীতির যথেষ্টভাবে প্রয়োগ দ্বারা দেশীয় রাজ্যদের অধিকার খর্ব করতে এত সাহসী হননি। কিন্তু তিনি এ নীতির সর্বপ্রথম প্রয়োগকর্তা।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, লর্ড ডালহৌসি স্বত্ব বিলোপ নীতি প্রয়োগ করে সর্বাধিক সংখ্যক রাজ্য অধিকার করেন। এতে তিনি ব্রিটিশদের প্রশংসাও অর্জন করেন। তবে ভারতবাসীর মনে তার এ নীতি দারুণ অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি করে। তার স্বত্ত্ব | বিলোপ নীতি ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির অন্যতম প্রতীক।