স্বর্গরাজ্য সম্পর্কে সেন্ট অগাস্টিনের ধারণা কী?

অথবা, সেন্ট অগাস্টিনের স্বর্গরাজ্যের সংক্ষিপ্ত বর্ণনা কর।

অথবা, সেন্ট অগাস্টিনের স্বর্গরাজ্য কী? সংক্ষেপে লিখ।

অথবা, সেন্ট অগাস্টিনের স্বর্গরাজ্য সম্পর্কে যা জান লিখ।

অথবা, সেন্ট অগাস্টিনের বিধাতার রাষ্ট্র বা স্বর্গরাজ্যের রূপরেখা তুলে ধর।

উত্তর: ভূমিকা: সেন্ট অগাস্টিন তাঁর সমগ্র জীবনে যে সমস্ত ধারণা ব্যক্ত করেছেন তার মধ্যে তাঁর ‘The City of God’ বা স্বর্গরাজ্যের ধারণা অন্যতম। ইউরোপের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধানতম বৈশিষ্ট্য ছিল রাজা ও যাজকের মধ্যকার দ্বন্দ্ব। এ মতবাদ সেন্ট অগাস্টিন যে বিষয়ের মধ্যে তুলে ধরেছেন সেটি হচ্ছে স্বর্গরাজ্য বা ‘The City of God ধারণা।

স্বর্গরাজ্যের ধারণা: ইউরোপের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধানতম বৈশিষ্ট্য ছিল রাজা ও যাজকের মধ্যকার দ্বন্দ্ব। এ দ্বন্দ্বে পক্ষাবলম্বী হিসেবে যারা যাজকের বা পোপের পক্ষে নানা ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, তারমধ্যে সেন্ট
অগাস্টিন অন্যতম। এ ‘সিটি অব গড’ গ্রন্থে পোপের পক্ষে যুক্তি প্রদর্শন করতে গিয়ে তিনি চার্চ বা পোপ শাসিত মডেলকে ঈশ্বরের রাজ্য বলে বর্ণনা করেছেন এবং তাঁর বিভিন্ন আলেখ্য প্রদর্শনে সচেষ্ট হন। এ গ্রন্থে তিনি মানুষের আনুগত্যের একমাত্র সংস্থা হিসেবে চার্চকে নির্দেশ করেছেন এবং প্যাগান ধর্মাবলম্বীদের কঠোর ভাষায় সমালোচনাপূর্বক তাদেরকে নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। রোমান সাম্রাজ্যের বর্বরদের আক্রমণ হতে রক্ষা চার্চ সমর্থকদের আপ্রাণ চেষ্টার উপর গুরুত্বারোপপূর্বক চার্চ ধর্মযাজকদেরকে খ্রিস্টধর্মের বিধিবিধানকে কঠোরভাবে অনুবর্তনের কথা বলেন।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ‘সিটি অব গড’ গ্রন্থটি মূলত যেমন ছিল সমালোচনামূলক, তেমনি গঠনমূলক বিভিন্ন প্রস্তাব সম্বলিত। এ গ্রন্থে অগাস্টিন রাষ্ট্রকে পার্থিব রাষ্ট্র ও বিধাতার রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন। আর এটাই স্বর্গরাজ্যের মূল বক্তব্য।