স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক কী?

অথবা, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা কর।

অথবা, স্বাধীনতা ও সাম্যের মধ্যে যোগসূত্র স্থাপন কর।

উত্তরঃ ভূমিকা: স্বাধীনতা ও সাম্য একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটিকে বাদ দিয়ে অপরটিকে কল্পনা করা যায় না। কিন্তু এক সময় সাম্য ও স্বাধীনতাকে পরস্পর বিরোধী মনে করা হতো।

স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক: নিম্নে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক আলোচনা করা হলো:

প্রথম মতবাদ: লর্ড অ্যাকটন (Lord Acton), হার্বার্ট স্পেনসার (Herbert Spencer), ডি, টকভিল (De Tocqueiville) প্রমুখ চিন্তাবিদ মনে করেন, স্বাধীনতা মানুষকে নিজের ইচ্ছেমতো সবকিছু করার ক্ষমতা দেয় কিন্তু সামা কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদানে পক্ষপাতী নয়।

দ্বিতীয় মতবাদ: রুশো (Rousseau), মেইটল্যান্ড (Maitland), লাঙ্কি (Laski), বার্কার (Barker) প্রমুখ চিন্তাবিদ মনে করেন, সাম্য ও স্বাধীনতা পরস্পর বিরোধী নয়, বরং সম্পূরক। সাম্য ব্যতীত স্বাধীনতা ভোগ করা যায় না।

সাম্য ও স্বাধীনতার প্রকৃত সম্পর্ক হলো-

ক. সাম্য প্রকৃত স্বাধীনতার ভিত্তি;

খ. সাম্য ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক;

গ. অর্থনৈতিক সাম্য স্বাধীনতার পূর্বশর্ত;

ঘ. সাম্য অধিকারের সংরক্ষক।

উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি যে, স্বাধীনতাবিহীন সাম্য দাসত্বের এবং সাম্যবিহীন স্বাধীনতা উচ্ছৃঙ্খলতার পথ প্রশস্ত করে।