১৯৩৫ সালের ভারত শাসন আইনে গভর্নর জেনারেলকে কি কি অপ্রতিহত ক্ষমতা দেয়া হয়?

অথবা, ১৯৩৫ সালের ভারত শাসন আইনে গভর্নর জেনারেলকে যে ক্ষমতা দেয়া হয় তা আলোচনা কর।

উত্তরঃ ভূমিকা: ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রারম্ভ পর্যায় থেকে প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন প্রবর্তনের জন্য আন্দোলন চলছিল। ১৯৩০ সালের সাইমন কমিশনেও প্রদেশগুলোকে পূর্ণ স্বায়ত্তশাসনের সুপারিশ করা হলে ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়। এ আইনে গভর্নর জেনারেলকে নিয়মতান্ত্রিক প্রধানের কথা বলা হলেও বাস্তবে তাকে বেশকিছু অপ্রতিহত ক্ষমতা দেয়া হয়।

গভর্নর জেনারেলের অপ্রতিহত ক্ষমতা: ১৯৩৫ সালের ভারত শাসন আইনে গভর্নর জেনারেলকে নিয়মতান্ত্রিক প্রধান বলা হলেও বাস্তবে তাকে বেশকিছু অপ্রতিহত ক্ষমতা দেওয়া হয়। যথা-

১. গভর্নর জেনারেল কর্তৃক গভর্নরদের উপর সরাসরি নিয়ন্ত্রণ: যে সমস্ত ক্ষেত্রে গভর্নরগণ স্বীয় বিচার বুদ্ধি বলে বিশেষ দায়িত্ব পালন করতেন এবং স্বেচ্ছাধীন ক্ষমতা বলে মন্ত্রিদের সাথে পরামর্শ না করেই সিদ্ধান্ত গ্রহণ করতেন। যেসব ক্ষেত্রে গভর্নরগণ সরাসরি গভর্নর জেনারেলের নিয়ন্ত্রণাধীনে থেকে কাজ করতে বাধ্য ছিলেন।

২. গভর্নরের উপর গভর্নর জেনারেলের নির্দেশ: ১৯৩৫ সালে ভারত শাসন আইনের ১২৬ ধারায় বলা হয় যে, ভারত বর্ষের শান্তিশৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে গভর্নর জেনারেল গভর্নরদের কাছে নির্দেশ পাঠাতে পারবেন। গভর্নরদের জন্য এসব নির্দেশ পালন করা বাধ্যতামূলক ছিল। এর ফলে শান্তিশৃঙ্খলা বিনষ্টের অজুহাতে গভর্নর জেনারেল প্রাদেশিক শাসনকার্যে যে কোনো মুহূর্তে হস্তক্ষেপ করতে পারতেন।

৩. গভর্নর জেনারেল: কর্তৃক জরুরি অবস্থা ঘোষণা গভর্নর জেনারেল জরুরি অবস্থা ঘোষণা করলে কেন্দ্রীয় আইনসভা প্রাদেশিক বিষয়েও আইন প্রণয়ন করতে পারত। শাসনতান্ত্রিক ও রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টির অজুজাতে গভর্নর জেনারেল প্রাদেশিক মন্ত্রিসভা ও আইনসভা ভেঙে দিয়ে প্রদেশের শাসনক্ষমতা স্বহস্তে গ্রহণ করতে পারতেন।

৪. গভর্নর জেনারেলের উপদেশাবলি: গভর্নর তার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে গভর্নর জেনারেলের কাছ থেকে উপদেশাবলি পেতেন। এসব উপদেশাবলিকে গভর্নর আদেশের মতই মান্য করতেন।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ১৯৩৫ সালের ভারত শাসন আইনে যে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হয় তা ছিল ভারতবাসীর জন্য একান্ত প্রয়োজনীয়। কিন্তু এ ব্যবস্থা বাস্তবায়িত হয়নি। কেননা স্বায়ত্তশাসনের কথা বলা হলেও গভর্নর জেনারেলের হাতে অনেক অপ্রতিহত ক্ষমতা রয়ে যায়।