অথবা, যুক্তফ্রন্টের মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বিবরণ দাও।
উত্তরা। ভূমিকা: ১৯৫৪ সালের ১১ মার্চ অনুষ্ঠিত পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম ও অমুসলিম আসন মিলিয়ে সর্বমোট ২৩৬টি আসন লাভ করে। যুক্তফ্রন্টের সংসদীয় নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হক মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর চৌধুরী খালিকুজ্জামান ফজলুল হককে মন্ত্রিসভা গঠনে আহ্বান করেন।
যুক্তফ্রন্টের মন্ত্রিসভা নির্বাচনে জয়লাভের পরপরই তৎকালীন পূর্ব পাকিস্তানের গর্ভনর চৌধুরী খালিকুজ্জামান সংসদীয় নেতা ও মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হককে মন্ত্রিসভা গঠনের ব্যাপারে আহ্বান জানান। যুক্তফ্রন্টের অন্যতম নেতা হোসেন শহীদ সোহরাওয়াদী কেন্দ্রীয় রাজনীতিতে ব্যস্ত থাকায় এ. কে. ফজলুল হক ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন। অবশ্য পরবর্তীতে মন্ত্রিসভার আকার বাড়িয়ে ১৪ জনকে মন্ত্রিত্ব দেওয়া হয়।
উপসংহার: পরিশেষে আমরা বলতে পারি, বহু বাধাবিপত্তি পেরিয়ে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভকরেছিল এবং এ সরকারের মন্ত্রিসভার মাধ্যমে আমরা দলটির পূর্ব বাংলা সম্পর্কে সহানুভূতির কথা জানতে পারি।