অথবা, সংসদীয় সরকারের সংজ্ঞা দাও।
অথবা, সংসদীয় সরকার বলতে কী বুঝ?
অথবা, মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে কী বুঝ?
উত্তরঃ ভূমিকা: আধুনিক গণতান্ত্রিক বিশ্বে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য সরকার হলো সংসদীয় সরকার। এ ধরনের সরকার ব্যবস্থায় জনগণের অংশীদারিত্ব বিদ্যমান থাকে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো:
সংসদীয় সরকার: সংসদীয় সরকার বলতে সাধারণত এমন এক ধরনের সরকারকে বুঝি যেখানে মন্ত্রিপরিষদ তাদের কাজের জন্য আইন সভার নিকট দায়ী থাকে।
বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংসদীয় সরকারের সংজ্ঞা দিয়েছেন। যথা:
অধ্যাপক গার্নার (Prof. Garner) বলেন, “এটি এমন এক শাসনব্যবস্থা যেখানে মন্ত্রিপরিষদ তাদের কাজের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইনসভার নিকট দায়ী থাকে।”
অধ্যাপক ডাইসি (Prof. Dicey) বলেন, “সংসদীয় শাসনব্যবস্থা, শাসন বিভাগ ও আইন বিভাগীয় ক্ষমতা একত্রিকরণের ভিত্তিতে গড়ে উঠে এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে।”
উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, সংসদীয় সরকার হচ্ছে- এমন এক শাসনব্যবস্থা যেখানে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন সভার নিকট দায়ী থাকে।