ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের অর্থনৈতিক গুরুত্ব কি ছিল?

অথবা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে কী জান?

অথবা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের অর্থনৈতিক তাৎপর্য সম্বন্ধে লিখ।

অথবা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের অর্থনৈতিক তাৎপর্য কী ছিল।

উত্তর: ভূমিকা: ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। তাদের বণিকসুলভ মনোভাব ও অর্থনৈতিক লিপ্সা কোম্পানির অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন করলেও এদেশীও অর্থনীতির উপর চরম আঘাত হানে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত অর্থনীতিকে কেন্দ্র করে এদেশে আসে এবং তারা ব্যাপকভাবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পেরেছিল।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের অর্থনৈতিক গুরুত্ব: বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের অর্থনৈতিক গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো:

১. কোম্পানির অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন: পূর্বে কোম্পানি ছিল একটি বাণিজ্য প্রতিষ্ঠান। অন্য কোনো বিষয়ে এর সম্পৃক্ততা ছিল না কিন্তু দেওয়ানি লাভ করার পর কোম্পানি এখন হতে – রাজস্ব আদায়কারীর মর্যাদা লাভ করেছিল। প্রতি বছর রাজস্বের পরিমাণ বৃদ্ধি ও তা কঠোরভাবে আদায় এবং দেশীয় ব্যবসা-বাণিজ্য পরিচালনার মাধ্যমে কোম্পানির অর্থনৈতিক সচ্ছলতা
বহুলাংশে বৃদ্ধি পায়।

২. বাংলার কৃষিভিত্তিক অর্থনীতি ধ্বংস: দেওয়ানি লাভের পর এক নতুন নিয়ম চালু করে এবং তাতে কৃষিক্ষেত্রে এক বিরাট ধ্বস নামে। প্রতি বছর রাজস্বের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা তা সহ্য করতে না পেরে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। এমনকি ১৭৭০ সালের মহাদুর্ভিক্ষের সময়েও রাজস্ব বৃদ্ধি ও কৃষকগণের উপর মারাত্মক আঘাত হানে।

৩. বাংলার ব্যবসায়ী ও বণিক শ্রেণির করুণ অবস্থা : কোম্পানির দেওয়ানি লাভের পর বাংলার ব্যবসায়ী ও বণিক শ্রেণি খুব ক্ষতিগ্রস্ত হয়। কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়। ফলে কোম্পানির কর্মচারিদের ব্যবসা বাণিজ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাংলার অনেক ব্যবসায়ী ও বণিক নিজেদের পেশা পরিবর্তন করে অন্য পেশা অবলম্বন করতে বাধ্য হয়।

উপসংহার: পরিশেষে বলা যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ ছিল এদেশ ও জনতার জন্য এক মহা অভিশাপ। দেওয়ানি লাভ করে কোম্পানি এদেশে রাজস্বের যে নীতি গ্রহণ করে তাতে দেশ ও জাতির জন্য এক বিরাট হুমকিস্বরূপ হিসেবে কাজ করে। দেওয়ানি লাভের মধ্য দিয়ে কোম্পানি ভারতের অঘোষিত সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়। কেননা বাংলার যে মূল অর্থ ক্ষমতা ছিল তাদের হাতে। তাই দেশীয় শাসকরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে।