অথবা, কর্ণওয়ালিশ কোডের লক্ষ্য সম্পর্কে কী জান?
অথবা, কর্ণওয়ালিশ কোডের উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা কর।
উত্তর: ভূমিকা: রবার্ট ক্লাইভ ছিলেন দেশীয় শাসন পদ্ধতি সংরক্ষণ করে দেশীয়দের হাতে শাসনভার ন্যস্ত করে এবং এর উপর থেকে শাসন করার পক্ষপাতী। ১৭৯৬ সালে তিনি ৪৮টি রেগুলেশন বা আইন জারি করেন। তার এই রেগুলেশনগুলি সাধারণভাবে কর্নওয়ালিশ কোড নামে খ্যাত। এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ কর্তৃক বাংলা শাসনকে ব্রিটিশ ও বাঙাল সবার জন্য লাভজনক করা। বাঙালির বদ্ধ অর্থনৈতিক জীবনে প্রগতির স্পন্দন সৃষ্টি করে কৃষি, শিল্প ও বাণিজ্যে বৈপবিক পরিবর্তন আনাই ছিল কর্নওয়ালিশের কোডের অন্তর্নিহিত উদ্দেশ্য।
কর্নওয়ালিশের কোডের উদ্দেশ্য : কর্নওয়ালিশের কোডের উদ্দেশ্য ছিল নিম্নরূপ:
১. সার্বজনীন শাসন প্রবর্তন: লর্ড কর্নওয়ালিশ ছিলেন সিস্টেমে বিশ্বাসী। তিনি বলেছিলেন, “সমাজের উন্নতি বা অবনতি, শঙ্খলা বা বিশৃঙখলা নির্ভর করে সিস্টেমের উপর।” লর্ড কর্নওয়ালিশের উদ্দেশ্য ছিল ব্রিটিশ কর্তৃক বাংলা শাসনকে ব্রিটিশ ও বাঙালি সবার জন্য মঙ্গলজনক করা।
২. জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা: তিনি বিশ্বাস করতেন, মানুষ শ্রম করে তখনই, যখন সে তার শ্রমের সুফল ভোগ করতে পারে, যখন তার শ্রমের ফসল কেউ অন্যায়ভাবে কেড়ে নেয় না। সরকার যদি তাদের যথাযথ নিরাপত্তা দেয়, তারা দেশকে সমৃদ্ধশালী ও শক্তিশালী করে গড়ে তুলবে। আমরা যদি সত্যিই দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করি, তবে আমাদের মহান উদ্দেশ্য হওয়া উচিত জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করা।”
৩. রাজস্ব আয় নিশ্চিত করা: তার মতে, ঘনঘন রাজস্ব বৃদ্ধি, কালেক্টরের স্বৈরাচারী ক্ষমতা, বিচার শাসনে অরাজকতা, আইন শৃঙ্খলার পতন সব কিছু মিলে দেশের গোটা অর্থনীতিতে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, তাঁর অবসান ঘটানো। তার উদ্দেশ্য ছিল রাজস্ব আয় নিশ্চিত করা।
৪. স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা: কর্নওয়ালিশ কোডের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ ও ভারতীয় সবার জন্য একটি নিরপেক্ষ বিচার প্রাপ্তি নিশ্চিত করা। এ কারণে তার ৪৮টি রেগুলেশনে বিচার ব্যবস্থার প্রাতিষ্ঠানিক কাঠামো, কাজ ও ক্ষমতার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।
৫. কৃষিনির্ভর শিল্পের উন্নতি: তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, চিরস্থায়ী বন্দোবস্ত ভূমিতে ব্যক্তিগত মালিকানা সৃষ্টি করবে। জমির মালিক হিসেবে জমিদারগণ অধিক মুনাফার আকর্ষণে জমি উন্নত করবে, কৃষির উন্নতি হলে কৃষি নির্ভর শিল্পের উন্নতি হবে।
৬. বাংলার অর্থনীতি চাঙ্গা করা: কর্নওয়ালিশ কোডের উদ্দেশ্য ছিল দেশের শত রকমের অভ্যন্তরীণ আয়ের বা অতিরিক্ত কর বন্ধ করে বাংলার অর্থনীতিকে চাঙ্গা করা। ন্যাক
৭. পশ্চিমা সভ্যতার অনুপ্রবেশ ঘটানো: কর্নওয়ালিশ কোডের এক নিগূঢ় উদ্দেশ্য ছিল দেশবাসীর অভ্যাস, নৈতিকতা ও মনোভঙ্গিতে পরিবর্তন সাধন করে পশ্চিমা সভ্যতার চরিত্র সমাজদেহে প্রবিষ্ট করানো।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, কর্নওয়ালিশ শুধু সুবিচারের খাতিরেই বিচার শাসনকে সুষ্ঠু করতে চাননি, এর পেছনে তার মূল লক্ষ্য ছিল উৎপাদন বৃদ্ধি। তার তত্ত্ব মতে, উৎপাদন বৃদ্ধির চাবিকাঠি ব্যক্তিগত সম্পত্তির নিরাপত্তা। সে নিরাপত্তার একমাত্র উপায় আইনের শাসন প্রতিষ্ঠা। কর্নওয়ালিশের পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক স্বার্থ।