লর্ড ডালহৌসির স্বত্ব বিলোপ নীতির প্রয়োগ সম্পর্কে লিখ।

অথবা, লর্ড ডালহৌসির স্বত্ব বিলোপ নীতির প্রয়োগ দ্বারা কোন রাজ্য দখল করেন?

অথবা, লর্ড ডালহৌসির স্বত্ব বিলোপ নীতির প্রয়োগের মাধ্যমে কোন রাজ্য জয় করেন?

অথবা, লর্ড ডালহৌসির স্বত্ব বিলোপনীতি ব্যাখ্যা কর। কোন কোন রাজ্যে এই নীতি প্রয়োগ করা হয়েছিল?

উত্তর: ভূমিকা: ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অগ্রগতিতে যাদের নাম সর্বাগ্রে স্মরণীয় তাদের মধ্যে লর্ড ডালহৌসি প্রথম সারির একজন শাসক হিসেবে পরিচিত। তিনি ছিলেন লর্ড ওয়েলেসলির মতো একজন ঘোর সাম্রাজ্যবাদী। এ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি সর্বাধিক সংখ্যক রাজ্য ব্রিটিশ শাসনাধীনে আনতে সক্ষম হয়ে ছিলেন।

স্বত্ববিলোপ নীতির প্রয়োগ: স্বত্ব বিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি সর্বাধিক সংখ্যক রাজ্য অধিকার করেন। নিচে স্বত্ব বিলোপ নীতির মাধ্যমে অধিকৃত রাজ্যসমূহের বিবরণ দেওয়া হলো:

১. সাত্তারা: লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি সর্বপ্রথম প্রয়োগ করেন সাত্তারায়। ১৮১৮ সালে পেশোয়ার পদের বিলুপ্তি ঘটলে পেশোয়ার রাজ্যের এক অংশ অর্থাৎ সাত্তারায় শিবাজীর এক বংশধরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। সাত্তারার রাজ্য ব্রিটিশ সরকারের অনুমতি ব্যতীত দত্তক পুত্র গ্রহণ করেছিল ১৮৪৮ সালে রাজার মৃত্যুর পর লর্ড ডালহৌসি দত্তক পুত্র গ্রহণ অবৈধ ঘোষণা করে রাজ্যটিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।

২. সম্বলপুর রাজ্য: সাতারা রাজ্য ব্রিটিশ সম্রাজ্যভুক্ত করার পর লর্ড ডালহৌসির দৃষ্টি পড়ে সম্বলপুরের উপর। সম্বলপুর রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে ১৮৫০ সালে সম্বলপুর রাজ্যটি অধিগ্রহণ করেন।

৩. ঝাঁসি, ভগৎ, উদয়পুর, করৌলি: ১৮৫৩ সালে ঝাঁসির রাজা অপুত্রক অবস্থায় প্রাণ ত্যাগ করলে ঝাঁসি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। একই কারণে উদয়পুর, করৌলি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। অবশ্য পরে লর্ড ক্যানিং, ভগৎ ও উদয়পুর রাজ্য দুইটি তাদের উত্তরাধিকারদের হাতে প্রত্যার্পণ করেন।

৪. কর্নাট ও তাঞ্জোর : স্বত্ব বিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কয়েকটি রাজ্যবর্গের বৃত্তি ও পদমর্যাদা বাতিল করে দেন। যেমন ১৮৫৩ সালে কর্নাটের নবাব পরলোকগমন করলে তার উত্তরাধিকারীদের বাৎসরিক বৃত্তি হতে বঞ্চিত করা হয়। ১৮৫৩ সালে তাঞ্জোরের রাজার মৃত্যুর পর ঐ রাজ্য পরিবার থেকে রাজা উপাধি উঠিয়ে দেওয়া হয়। ১৮৫৩ সালে ধন্ধুপন্থের বৃত্তিও বন্ধ করা হয়।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতির দ্বারা ব্রিটিশ সাম্রাজের প্রসারতাকে বহুগুণে বৃদ্ধি করেন। এতে তিনি ব্রিটিশদের প্রশংসা অর্জন করেছিলেন। তবে ভারতবাসীর মনে তার এ নীতি দারুণ অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি করে। তার | স্বত্ববিলোপ নীতি ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির অন্যতম প্রতীক।