অথবা, ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ধর্মীয় কারণ সম্পর্কে ব্যাখ্যা দাও।
অথবা, ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণ সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দাও। ধর্মীয়
উত্তর: ভূমিকা : ১৮৫৭ সালের মহাবিদ্রোহ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও স্মরণীয় ঘটনা। এই মহাবিদ্রোহ ছিল ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে দেশপ্রেমিক ভারতীয়দের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষের বহিঃপ্রকাশ। সিপাহীদের মধ্য থেকে এই বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল বলে এই বিদ্রোহ ইতিহাসে সিপাহী বিদ্রোহ নামে পরিচিত।
ধর্মীয় কারণ: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ সংঘটনের ক্ষেত্রে যেসব ধর্মীয় কারণ বিদ্যমান সেগুলো নিম্নরূপ:
১. ধর্মীয় প্রথায় আঘাত : তখনকার দিনে কিছু কুসংস্কার হিন্দুদের ধর্মীয় কার্যকলাপ হিসেবে পরিগণিত হতো। যেমন-সতীদাহ প্রথা, গঙ্গামাতারে সন্তান নিক্ষেপ, বিধবা বিবাহ নিষিদ্ধ এগুলোর বিরুদ্ধে ব্রিটিশ সরকার শক্ত অবস্থান গ্রহণ করে এবং আইন পাস করে।
২. ধর্মীয় প্রতিষ্ঠানের উপর করারোপ ও বাজেয়াপ্তকরণ: ব্রিটিশরা মসজিদ ও মন্দিরের খাস জমির উপর করারোপ করে এবং ধর্মীয় ও দাতব্য সংস্থাগুলোর উপরও কর ধার্য করা হয়। এছাড়া তারা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য দানকৃত সম্পত্তিবাজেয়াপ্ত করে। ফলে তারা হিন্দু ও মুসলমানদের বিরাগভাজন হন।
৩. ওয়াহাবি আন্দোলনের প্রভাব: ওয়াহাবি আন্দোলন ধর্মীয় আন্দোলন হিসেবে উৎপত্তি লাভ করলে এটি রাজনৈতিক আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করে। এ আন্দোলন মুসলমানদেরকে উত্তেজিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। যার পরিপ্রেক্ষিতে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়।
৪. ধর্মান্তরিত করার চেষ্টা: ব্রিটিশদের ধর্মীয় রীতি-নীতি ভারতবাসীর মনে গভীর আলোড়নের সৃষ্টি করে। খ্রিস্টান মিশনারিদের প্রকাশ্যে ধর্মপ্রচার, হিন্দু ও মুসলমানকে ধর্মান্তরিত করার প্রচেষ্ঠা, হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে আশঙ্কার সৃষ্টি করে। বিশেষ করে লর্ড ক্যানিং ভারতীয়দের ধর্মান্তরিত করার জন্য কর্তৃপক্ষ আদৃষ্ট হন কিন্তু শেষ পর্যন্ত তা চরম আকার ধারণ করে।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, ১৮৫৭ সালের মহাবিদ্রোহের মূলে উপরিউক্ত ধর্মীয় কারণগুলোর যথেষ্ট ভূমিকা ছিল। তবে বিভিন্ন কারণের প্রেক্ষিতে সংঘটিত এই বিদ্রোহের ব্যাপকতার জন্য এই বিদ্রোহকে মহাবিদ্রোহ বলে যেমন অভিহিত করা হয় তেমনি সিপাহিদের মধ্য থেকে এই বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল বলে এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেও আখ্যায়িত করা হয়। প্রকৃত অর্থে এই বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শোষিত ভারতবাসীর প্রথম ব্যাপক ভিত্তিক বিপ্লব।