অথবা, ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে যা জান লিখ।
অথবা, ভারতীয় জাতীয় কংগ্রেস বলতে কী বুঝ?
উত্তর: ভূমিকা: ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতবাসীর রাজনৈতিক জীবনে এক যুগান্তকারী ঘটনা। প্রতিষ্ঠা লাভের পর থেকে পরবর্তী ২০ বছর জাতীয় কংগ্রেস ভারতের রাজনৈতিক অঙ্গনে গভীর প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করে এক অভিন্ন আদর্শ প্রতিষ্ঠায় সক্ষম হয়।
ভারতীয় জাতীয় কংগ্রেস : কংগ্রেসের উৎপত্তি কোনো আকস্মিক ঘটনা বা অভিনব প্রন্থায় হয়নি। মূলত ঊনবিংশ শতকের সত্তরের দশক থেকে সর্বভারতীয় প্রতিষ্ঠান গঠনে তোড়জোর চলছিল। ১৮৮৩ সালের নিখিল ভারত জাতীয় সম্মেলনই ছিল ভারতীয় কংগ্রেসের অগ্রদূত। কিন্তু ১৮৮৫ সালে কলকাতায় যখন দ্বিতীয় সম্মেলন বসে তখন হিউম এবং তদানীন্ত ন ভারতের শিক্ষিত এবং গণ্যমান্য সম্প্রদায়ের চেষ্টায় ১৮৮৫ সালে মোম্বাই শহরে ভারতের জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশন বসে। বাঙ্গালি ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় এ অধিবেশনে সভাপতিত্ব করেন। জাতীয় কংগ্রেস এবং জাতীয় সম্মেলনের আদর্শ ও পন্থা একই ছিল। সুতরাং এ দুইটি প্রতিষ্ঠান পৃথকভাবে থাকার কোনো সার্থকতা নেই একথা উপলব্ধি করে সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় কংগ্রেসের সাথে মিলিত হন। এভাবে ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে উৎপত্তি ঘটে। এরপর জাতীয় কংগ্রেসের বাৎসরিক অধিবেশন ভারতের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে। ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর মোম্বাই শহরে কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। প্রথম অধিবেশনেই সম্মেলনের নামকরণ করা হয় ভারতীয় জাতীয় কংগ্রেস।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, রাজনৈতিক নেতৃবৃন্দ যে উদ্দেশ্যে সভা সমিতি ও সম্মেলন পরিচালনা করেছিলেন তার ভিত্তিতেই জাতীয়তাবাদী চেতনার জন্ম হয় এবং জাতীয় কংগ্রেস জন্মলাভ করে। আর কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন পরিচালনা আরম্ভ হয়। এমনকি ভারতীয় স্বাধীনতা সংগ্রামে কংগ্রেস অগ্রণী ভূমিকা পালন করেছিল।