অথবা, কংগ্রেসের প্রাথমিক উদ্দেশ্যগুলো কি ছিল?
অথবা, কংগ্রেসের প্রাথমিক উদ্দেশ্যগুলো
সম্পর্কে আলোচনা কর।
অথবা, কংগ্রেসের প্রাথমিক উদ্দেশ্যগুলো সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর: ভূমিকা: ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতবাসীর রাজনৈতিক জীবনে এক যুগান্তকারী ঘটনা। এটা প্রতিষ্ঠা লাভের পর থেকে পরবর্তী কুড়ি বছর জাতীয় কংগ্রেস ভারতের রাজনৈতিক অঙ্গনে গভীর প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করে এক অভিন্ন আদর্শ প্রতিষ্ঠায় সক্ষম হন।
কংগ্রেসের প্রাথমিক উদ্দেশ্যসমূহ : ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর মোম্বাই শহরে হিউম কর্তৃক আহুত জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র বন্দোপাধ্যায়। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ৭২ জন প্রতিনিধি এ অধিবেশনে যোগদান করে। উমেশচন্দ্র বন্দোপাধ্যায় কংগ্রেস গঠনের ৪টি মুখ্য উদ্দেশ্যের কথা ঘোষণা করেন। নিচে সেগুলো তুলে ধরা হলো:
১. ভারতের বিভিন্ন প্রদেশে যারা দেশের সেবায় নিয়োজিত আছেন তাদের মধ্যে পারস্পরিক পরিচয় ও সৌহার্দ্য স্থাপন করা।
২. পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে জাতি, ধর্ম, প্রদেশিকতা সংকীর্ণতা দূর করে বৃহত্তর জাতীয় ঐক্যের পথ প্রশস্ত করা।
৩. শিক্ষিত ব্যক্তিগণের মধ্যে আলাপ-আলোচনার দ্বারা সামাজিক সংস্কার ও সমস্যার সমাধান বের করা এবং
৪. রাজনৈতিক অগ্রগতির জন্য পরবর্তী বছরের কর্মসূচি গ্রহণ করা।
উপসংহার: জাতীয় কংগ্রেস প্রথমে উপমহাদেশের জাতীয় প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। কিন্তু পরবর্তীকালে এটি একটি হিন্দু সম্প্রদায়ের জাতীয় প্রতিষ্ঠান রূপে বিকাশ লাভ করে এবং হিন্দু ও মুসলমানদের ঐক্যবদ্ধভাবে ইংরেজদের নিকট থেকে দাবি আদায় করার ব্যাপারে ফাটল ধরায়।