অথবা, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার সম্পর্কে সংক্ষেপে পরিচয় দাও।
অথবা, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার সম্বন্ধে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।
উত্তর: ভূমিকা: ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রথম পর্যায় থেকে ভারতীয়রা বিভিন্ন দাবিতে আন্দোলন করে। ব্রিটিশ সরকারও ভারতীয় জনসাধারণকে দমিয়ে রাখার জন্য একের পর এক আইন পাস করে। কিন্তু এতে দেখা যায় যে, ভারতীয়দের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন হচ্ছে না। তাই ভারতীয়রা নিয়মতান্ত্রিক উপায়ে দাবি দাওয়া পূরণের জন্য ১৮৮৫ সালে লর্ড ডাফরিনের সমর্থনে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। এটাই ভারতীয় জাতীয় কংগ্রেস নামে খ্যাত।
কংগ্রেসের প্রতিষ্ঠাতা: জাতীয় কংগ্রেসের উদ্ভব ও প্রতিষ্ঠা সম্পর্কে বিভিন্ন মতামত প্রচলিত আছে। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী জাতীয় ইতিহাস প্রণেতা ড. পটভী সীতারামাইয়া এ মত পোষণ করেছেন যে, অবসরপ্রাপ্ত বিটিশ সিভিলিয়ান অ্যালান অক্টাভিয়ান হিউম বড়লাট ডাফরিনের অনুকূলে কংগ্রেস প্রতিষ্ঠা করেন। বন্দ্যোপাধ্যায় এ মত পোষণ করেন যে, জাতীয় কংগ্রেসের উদ্ভবে অন্যদিকে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বড় লাট ডাফরিনের মুখ্য ভূমিকা ছিল। কারণ হিউম প্রথমে সামাজিক সংস্কার সম্পর্কে আলোচনা করার জন্য একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার উপর জোড় দেন এবং বিউটি ডাফরিনের প্রস্তাব অনুসারে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন।
অপরদিকে ডাফরিনের চিঠিপত্র ও বিভিন্ন মন্তব্য থেকে সুস্পষ্টভাবে দেখা যায় যে, তাঁর সাথে হিউমের সম্পর্ক মধুর ছিল না। উপরন্তু ডাফরিন হিউমের রাজনৈতিক চিন্তাচেতনার কঠোর সমালোচনাও করেন। এছাড়া প্রথম থেকে ডাফরিন কংগ্রেসকে সন্দেহের চোখে দেখতেন, মোম্বাইয়ের গর্ভনরকে লেখা চিঠিতে (১৭ মে ১৮৮৫) দেখা যায় যে, হিউম কংগ্রেস গঠনের পরিকল্পনা নিয়ে যোগাযোগ করেছিলেন সত্য কিন্তু কংগ্রেসের যৌক্তকতা সম্পর্কে ডাফরিনের ঘোরতর সন্দেহ ছিল। সুতরাং ডাফরিনকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা যুক্তিযুক্ত নয়। বরং। হিউমকে কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, ১৮৮৫ সালে যে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তা একদিনে বা একা কারো উদ্যোগে প্রতিষ্ঠিত হয়নি। এ কংগ্রেস প্রতিষ্ঠার পশ্চাতে মুখ্য কারণ ছিল সুদীর্ঘকাল থেকে ব্রিটিশ সরকারের শোষণ ও নির্যাতন। তাই শোষিত ভারতবাসীর দীর্ঘদিনের চেপে থাকা ক্ষোভের চরম মুক্তির আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হলো একটি নিয়মতান্ত্রিক সংগঠন গড়ে তোলার প্রয়াস। এরই ফলশ্রুতিতে ১৮৮৫ সালে গঠিত হয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস।