গোষ্ঠীতত্ত্ব কী?

অথবা, গোষ্ঠীতত্ত্বের সংজ্ঞা দাও।

অথবা, গোষ্ঠীতত্ত্ব বলতে কি বুঝ?

অথবা, গোষ্ঠীতত্ত্ব কাকে বলে?

উত্তর: ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে দু’ধরনের পদ্ধতি রয়েছে সনাতন পদ্ধতি ও আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতির মধ্যে গোষ্ঠী তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো:

গোষ্ঠীতত্ত্ব: আধুনিককালে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে গোষ্ঠী তত্ত্বের প্রয়োগ ব্যাপক লক্ষণীয় বিষয়। এক্ষেত্রে গোষ্ঠীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রাথমিক কৃতিত্ব আর্থার বেটলীর। তিনি তার ১৯০৮ সালে প্রকাশিত “The prosess of Government: A study of social presures” গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ মতবাদ সমাজ জীবনের সব স্তরেই সক্রিয় বিভিন্ন গোষ্ঠীর কার্যাবলির আলোকে বর্ণনা করা যেতে পারে। গোষ্ঠী মতবাদের ভিত্তি হলো গোষ্ঠীর অভ্যন্তরীণ সংগঠন ও কার্য প্রক্রিয়া। এ মতবাদের অনুসারীদের মতে, সমাজ অসংখ্য গোষ্ঠী নিয়ে গঠিত প্রত্যেক গোষ্ঠীই একে অপরের সাথে পারস্পরিক ক্রিয়াকলাপে লিপ্ত থাকে। এরূপ সকল গোষ্ঠীই সরকারের, কাছে তাদের দাবি দায়া পেশ করে।

উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে গোষ্ঠী তত্ত্বের ভূমিকা অপরিসীম। আর রাষ্ট্রবিজ্ঞানে এসব বিভিন্ন গোষ্ঠী নানাভাবে প্রভাব বিস্তার করে।