অর্থনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের পাঁচটি সাদৃশ্য সংক্ষেপে আলোচনা কর।

অথবা, রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক সংক্ষেপে আলোচনা কর।

অথবা, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির মধ্যকার সম্পর্ক বর্ণনা কর।

অথবা, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কোন সম্পর্ক আছে কি?

উত্তর: ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সার্বজনীন বিজ্ঞান এখানে সমাজ, রাজনীতি ও অর্থনীতিসহ রাষ্ট্রজীবনের সকল দিক নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা অর্থনীতিকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেছে।

অর্থনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সাদৃশ্য: অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে সাদৃশ্য বিদ্যমান তা নিম্নরূপ:

১. একই পরিবার ভুক্ত: অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান উভয়ই একই পরিবার তথা সমাজবিজ্ঞানের শাখা। একটি আরেকটি
ছাড়া চলতে পারে না।

২. পারস্পরিক সম্পর্ক: রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্যবিষয় হচ্ছে রাষ্ট্র, জনগণ ও সরকার। এগুলোর প্রত্যেকের সাথে অর্থনীতির সুসম্পর্ক বিদ্যমান।

৩. তত্ত্বগত সম্পর্ক: অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে তত্ত্বগত সম্পর্ক বিদ্যমান। অর্থনৈতিক মতামতের উপর ভিত্তি করে যেমন অনেক রাজনৈতিক মতামত গড়ে উঠেছে, তেমনি রাজনৈতিক মতবাদের উপর ভিত্তি করে অনেক অর্থনৈতিক ধারণা গড়ে উঠেছে।

৪. উভয়ের উদ্দেশ্য অভিন্ন : রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি উভয়ের উদ্দেশ্য হলো সমাজ, রাষ্ট্র তথা জনগণের সার্বিক উন্নয়ন।

৫. পারস্পরিক প্রভাব: অর্থনীতির উপর রাষ্ট্রবিজ্ঞানের প্রভাব বিভিন্নভাবে পড়ে। রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়লে অর্থনীতি পঙ্গু হয়ে যায়।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির মাঝে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য থাকলেও এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত নিবিড়।