রাষ্ট্রের উপাদানসমূহ উল্লেখ কর।

অথবা, রাষ্ট্রের মুখ্য ও গৌণ উপাদানগুলো কী কী?

অথবা, সংক্ষেপে রাষ্ট্রের উপাদানসমূহ বর্ণনা কর।

অথবা, আধুনিক রাষ্ট্রের উপাদানসমূহ আলোচনা কর।

উত্তর: ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাষ্ট্রের উপাদান সম্পর্কিত আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। নিম্নে রাষ্ট্রের উপাদানসমূহ উল্লেখ করা হলো:

রাষ্ট্রের উপাদান: রাষ্ট্রের উপাদানকে প্রধানত দু’ভাগে ভাগ করা যায়। যথা:

ক. মুখ্য উপাদান ও

খ. গৌণ উপাদান।

মুখ্য উপাদান: রাষ্ট্রের মূখ্য উপাদান চারটি যথা:

১. নির্দিষ্ট ভূখণ্ড।

২. জনসমষ্টি;

৩. সরকার ও

৪. সার্বভৌমত্ব।

গৌণ উপাদান: উপরে উল্লিখিত চারটি উপাদান ছাড়াও রাষ্ট্রের আরও তিনটি গৌণ উপাদান রয়েছে। যথা:

১. স্থায়িত্ব; ২.স্বীকৃতি ও ৩. সাম্য।

উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, রাষ্ট্র মানুষের একটি প্রয়োজনীয় প্রতিষ্ঠান। এ প্রয়োজনীয় প্রতিষ্ঠানটি গড়ে উঠার পিছনে উল্লেখিত উপাদানগুলো কাজ করে।