অথবা, “শক্তি নয়, ইচ্ছা রাষ্ট্রের মূলভিত্তি”-সংক্ষেপে ব্যাখ্যা কর।
অথবা, “শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি।”- গ্রীনের এ মতবাদটি বর্ণনা কর।
উত্তরঃ ভূমিকা: রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক বলপ্রয়োগ মতবাদের সমালোচনা করতে গিয়ে ঐতিহাসিক T. H. Green উক্তিটি করেছেন। তিনি বলপ্রয়োগ মতবাদের একজন কট্টর সমালোচক। তিনি মনে করতেন, মানুষের ইচ্ছা বা সম্মতির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং রাষ্ট্রের মূলভিত্তি হচ্ছে জনগণের সম্মতি। নিম্নে উক্তিটি ব্যাখ্যা করা হলো:
ক. রাষ্ট্র সৃষ্টির মূলে জনসম্মতি: বর্তমান কালেও রাষ্ট্রে বলপ্রয়োগ করা হয়। রাষ্ট্রের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা এবং বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীরও প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু রাষ্ট্র সৃষ্টির প্রাক্কালে এসব ছিল না তখন জনগণের বিরাট অংশের সম্মতি দ্বারাই রাষ্ট্রের সৃষ্টি সম্ভব হয়েছে।
খ. মানব প্রভৃতির ভুল ব্যাখ্যা: বলপ্রয়োগ মতবাদে মানুষকে কলহপ্রিয় এবং আক্রমণমুখী বলা হয়েছে। এটি মানুষের চরিত্রের একটি দিক কিংবা কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। মানুষের চরিত্রের আরেকটি দিক আছে শান্তিপ্রিয়তা। অধিকাংশ মানুষই শাস্তি এবং নিরাপত্তা চায়। তাই বলা যায়, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল মানুষের সম্মতিতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে।
গ. শক্তির কাছে মানুষ সবসময় মাথা নত করে না : মানুষ শান্তিকামী। শাস্তি মানুষের পরম আরাধ্য। তাই কিছুসংখ্যক লোকের শক্তির কাছে ব্যাপক জনগোষ্ঠী নত স্বীকার করে না। হিটলার, মুসোলিনী তাদের শক্তি দিয়ে ব্যাপক জনগোষ্ঠী তথা বিশ্বকে অধীন করতে চেয়েছিলেন। কিন্তু শান্তিকামী মানুষের প্রবল ইচ্ছাশক্তি তা হতে দেয়নি।
ঘ. শক্তি একমাত্র ভিত্তি নয়: বলপ্রয়োগ মতবাদে রাষ্ট্র সৃষ্টির জন্য শক্তিকে একমাত্র হাতিয়ার হিসেবে গণ্য করা হয়েছে। কিন্তু তা সঠিক নয়, কারণ একমাত্র শক্তি প্রয়োগের মাধ্যমে কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। শক্তি সহায়ক ভূমিকা পালন করলেও একমাত্র বিষয় হতে পারে না। গ্রিন (Green) অন্যত্র বলেছেন, “A political society, which only maintains itself by coercion cannot possess moral authority over its citizens.” ৫. শক্তি প্রয়োগ দীর্ঘস্থায়ী হয় না: শক্তি প্রয়োগের মাধ্যমে কখনো জনগণকে একত্রিত করা যায় না।
শক্তি বা ভয়ভীতি মানুষকে কিছু সময় চুপ করে থাকতে বাধ্য করা গেলেও তা স্থায়ী হয় না, বরং নীতি, আদর্শ, সহমর্মিতা। সম্প্রীতি এবং সম্মতির মাধ্যমে মানুষ একত্রিত হয় এবং দীর্ঘস্থায়ীভাবে তা টিকিয়ে রাখে।
উপসংহার: উপরের আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে, রাষ্ট্র সৃষ্টি হয়েছে জনসম্মতির মাধ্যমে এবং রাষ্ট্রের অস্তিত্ব ও স্থায়িত্ব নির্ভর করে জনগণের সম্মতির উপর। T. H. Green তাই যথার্থ বলেছেন, “Will, not force is the basis of the state.”