অথবা, দায়িত্বশীল সরকার ককে বলে?
অথবা, দায়িত্বশীল সরকারের সংজ্ঞা দাও।
উত্তর: ভূমিকা : দায়িত্বশীল সরকার পদবাচ্যটি বর্তমানে প্রায় সকলের কাছে কমবেশি পরিচিত। ভারতবর্ষের জনগণ বৃটিশ শাসনের প্রারম্ভ থেকেই দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার দাবি করেছিল। অবশেষে ১৯১৭ সালের ২০ আগস্ট তৎকালীন ভারত সচিব ব্রিটিশ ভারতে প্রথম দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেন কমন্স সভায় তার বক্তব্যের প্রেক্ষিতে ১৯১৯ সালের ভারত শাসন আইনের দ্বারা প্রাদেশিক প্রশাসনে দ্বৈতশাসন প্রতিষ্ঠা করা হলেও প্রকৃত পক্ষে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা হয়নি। তাই ১৯৩৫ সালের ভারত শাসন আইনে ব্রিটিশ ভারতের কেন্দ্র ও প্রদেশের মধ্যে দায়িত্বশীল শাসনব্যবস্থা প্রবর্তনের পদক্ষেপ গৃহীত হয়।
দায়িত্বশীল সরকার ব্যবস্থা: দায়িত্বশীল সরকার বলতে সাধারণত সে সরকার ব্যবস্থা বুঝায় যে সরকার তার নীতি ও কার্যাবলির জন্য প্রত্যক্ষভাবে দেশের আইনসভার কাছে দায়ী থাকবে। সরকারের শাসন সংক্রান্ত সমুদয় ক্ষমতা মন্ত্রিসভার নিকট ন্যস্ত থাকে। রাষ্ট্রপ্রধান হলো একজন নামে মাত্র শাসক এবং তিনি সর্বাবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শ মোতাবেক স্বীয় দায়িত্ব পালন করেন। একটি নির্বাচিত আইনসভা মন্ত্রিসভাবে নিয়ন্ত্রণ করে। এককথায় দায়িত্বশীল সরকার হচ্ছে সে সরকার যে সরকার জন প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাকে জনগণের কাছে দায়ী থাকেন। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসনে তত্ত্বগতভাবে সীমিত আকারে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু বাস্তবে এ সরকার দায়িত্বশীল ছিল না।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, দায়িত্বশীল সরকার ব্যবস্থা হলো এমন এক ধরনের সরকার যেখানে আইনসভার সদস্যরা তাদের কর্মকাণ্ডের জন্য যৌথভাবে আইনসভা ও জনগণের নিকট দায়ী থাকবে। ১৯৩৫ সালের আইনে সর্বপ্রথম যে দায়িত্বশীল সরকারের কথা বলা হয় তা ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ছিল।