আইনসভা কী?

অথবা, আইন বিভাগ বলতে কী বুঝ?

অথবা, আইন সভার সংজ্ঞা দাও।

অথবা, আইন বিভাগ কাকে বলে?

উত্তরঃ ভূমিকা: তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ নিয়ে সরকার গঠিত হয়। যথা: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। তার মধ্যে আইন বিভাগ অন্যতম। আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আইনসভা দেখা যায়।

আইনসভা: সাধারণভাবে বলা যায়, সরকারের যে বিভাগ দেশের আইন প্রণয়নের দায়িত্বে নিয়োজিত তাকে
আইনসভা বলে।

প্রামাণ্য সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে আইনসভার সংজ্ঞা দিয়েছেন। যথা:

রাষ্ট্রবিজ্ঞানী টকভেলি বলেছেন, “সকল রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে আইনসভা হলো একটি প্রতিষ্ঠান যেখানে জনগণের প্রাধান্য থাকে।” (Of all political institutions the legilature is the one that is most easily

swayed by the will of the people.) অধ্যাপক লাস্কি বলেছেন, “নির্বাহী ও বিচার বিভাগ উভয়েরই ক্ষমতাবলি সাধারণ আইনসভার ঘোষিত ইচ্ছানুসারেই গৃহীত হয়।”

অধ্যাপক গার্নার এর মতে, “সরকারের সকল বিভাগের মধ্যে আইনসভা সর্বশ্রেষ্ঠ স্থান দখল করে আছে।”

Oxford Dictionary এর সংজ্ঞানুযায়ী, “আইনসভা হচ্ছে একদল লোকের সমষ্টি যাদের আইন তৈরি ও পরিবর্তনের ক্ষমতা রয়েছে।”

উপসংহার: পরিশেষে আমরা বলতে পারি যে, আইনসভা হচ্ছে সেই বিভাগ যা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এবং জনকল্যাণে আইন তৈরি করে।