অথবা, সাংবিধানিক সরকার কী?
অথবা, নিয়মতান্ত্রিক সরকার বলতে কী বুঝ?
অথবা, সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক সরকারের সংজ্ঞা দাও।
উত্তর: ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞানে সাংবিধানিক সরকার ধারণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা বর্তমান পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ সাংবিধানিক সরকার প্রতিষ্ঠার জন্য এখন সোচ্চার। এ সরকার মূলত সংবিধানকে ভিত্তি করে সংগঠিত ও পরিচালিত হয়। কিন্তু সংবিধান থাকলেই তাকে সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক সরকার বলা যায় না। অর্থাৎ এরূপ সরকার ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং সংবিধানের প্রাধান্য স্বীকৃত থাকে। সাংবিধানিক সরকারের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ।
সাংবিধানিক সরকার: সাধারণভাবে সাংবিধানিক সরকার বলতে এমন এক ধরনের সরকার ব্যবস্থাকে বলা হয় যা সংবিধানের আইন অনুযায়ী পরিচালিত হয়। তবে সূক্ষ্ম বা নীতিগত অর্থে সাংবিধানিক সরকার বলতে দেশের শাসক শ্রেণীর ক্ষমতা ও কর্তৃত্বের উপর কার্যকর বাধানিষেধ আরোপের ব্যবস্থাকেই বুঝানো হয়। সাংবিধানিক সরকারকে অনেক সময় সীমাবদ্ধ সরকারও বলা হয়ে থাকে।
প্রামাণ্য সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সাংবিধানিক সরকারকে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তা উপস্থাপন করা হল:
আমেরিকার প্রেসিডেন্ট উইলসন বলেছেন, “শাসনতান্ত্রিক সরকার হচ্ছে সেই সরকার যার ক্ষমতা জনস্বার্থ এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষায় নিয়োজিত।” (Constitutional government is one whose powers have been adopted to the interest of the people and to the maintenance of individuals liberty)
অধ্যাপক কার্ল জে. ফ্রেডারিক বলেছেন, “ক্ষমতার বিভক্তিকরণ যে কোন সভ্যসমাজের ভিত্তি; আর এটাই হচ্ছে সংবিধানবাদের প্রকৃত অর্থ।” (Division of power is the basis of civilized government. It is what is meant by constitutionalism.)
অধ্যাপক কে. সি. হইয়ার বলেছেন, “কেবল সংবিধানকে অনুসরণ করে চললেই সাংবিধানিক সরকার হয় না। এটি একপ্রকার আইনানুগ সরকার যা সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত।”
রাষ্ট্রবিজ্ঞানী উইলোবির মতে, “আইনানুগ ও আইনের দ্বারা সীমাবদ্ধ সরকারকে সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক সরকার বলা হয়।”
A Dictionary of Social Science এ বলা হয়েছে, “সাংবিধানিক সরকার বলতে কোন রাজনৈতিক সমাজের কর্তৃত্বশালী শাসকদের উপর কার্যকর ও নিয়ম প্রণালীবদ্ধ বাধানিষেধ আরোপণের ব্যবস্থাকে বুঝায়।”
উপসংহার: উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি, সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক সরকার হল সংবিধান কর্তৃক নির্বাচিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত সরকার।