অথবা, একনায়কতন্ত্রের সংজ্ঞা দাও।
অথবা, একনায়কতন্ত্র বলতে কী বুঝ?
অথবা, একনায়কতন্ত্র কাকে বলে?
উত্তর: ভূমিকা: গণতান্ত্রিক শাসনব্যবস্থার সম্পূর্ণ বিপরীত শাসনব্যবস্থা একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা। এখনে জনমতের কোন মূল্য নেই ব্যক্তি বিশেষের মতামত প্রাধান্য পায়। এখানে ব্যক্তির ইচ্ছাই সর্বসর্বা। এ ধরনের শাসনব্যবস্থায় শাসকের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পায়।
একনায়কতন্ত্র: সাধারণভাবে বলা যায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকলে তাকে একনায়কতন্ত্র বলে।
বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে একনায়কতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন। যথা:
Plato ও Aristotle এর মতে, “যখন রাষ্ট্রের শাসনক্ষমতা একজনের হাতে ন্যস্ত থাকে এবং সে নিজের স্বার্থে দেশ শাসন করে তখন তাকে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র বলে।”
রাষ্ট্রবিজ্ঞানী নিউম্যান বলেন, “যখন কোন ব্যক্তি বা দল একচ্ছত্র ক্ষমতা দখল করে অবাধ স্বৈরাচার ক্ষমতা প্রয়োগ করে তাকে একনায়কতন্ত্র বলে।”
অস্টিন রেনি (Austin Ranny) বলেন, “একনায়কতন্ত্র এমন এক শাসনব্যবস্থা যেখানে প্রশাসনের চূড়ান্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় একজন ব্যক্তির বা বাছাই করা কয়েকজনের হাতে।”
উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, একনায়কতন্ত্র এমন এক শাসনব্যবস্থা যেখানে রাষ্ট্রের ক্ষমতা একজনের হাতে ন্যস্ত থাকে।