রাষ্ট্রপতি শাসিত সরকারের সংজ্ঞা দাও।

অথবা, রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে?

অথবা, রাষ্ট্রপতি শাসিত সরকার কী?

উত্তর: ভূমিকা: শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গঠিত সরকারকে দু’ভাগে ভাগ করা যায়। যথা: ক. রাষ্ট্রপতি শাসিত সরকার, খ. মন্ত্রিপরিষদ সরকার। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর ভিত্তি করে গড়ে উঠে রাষ্ট্রপতি শাসিত সরকার।

রাষ্ট্রপতি শাসিত সরকার: সাধারণত রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে এমন এক, সরকার ব্যবস্থাকে বুঝায়,

যেখানে শাসন বিভাগ আইন বিভাগের প্রভাবমুক্ত থেকে কাজ করে।

বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাষ্ট্রপতি শাসিত সরকারের সংজ্ঞা দিয়েছেন। যথা:

অধ্যাপক লিকক বলেছেন, “এ শাসনব্যবস্থার নাম রাষ্ট্রপতি শাসিত শাসন হওয়া ঠিক নয়। কেননা এ ব্যবস্থায় রাষ্ট্রপতি পদবিতে কেউ নাও থাকতে পারে। আবার মন্ত্রিপরিষদ সরকারে রাষ্ট্রপতি থাকতে পারে।” যেমন- ভারত ও ফ্রান্স।

অধ্যাপক গার্নার (Prof. Garner) বলেন, “রাষ্ট্রপতি শাসিত সরকার হলো সেই ধরনের শাসনব্যবস্থা যেখানে প্রধান নির্বাহী তাঁর কাজের জন্য আইন সভার নিকট দায়ী নয়।”

অধ্যাপক গিলক্রিস্ট (Prof. Gilchrist) বলেছেন, “রাষ্ট্রপতি শাসিত সরকার ঐ সরকার ব্যবস্থা, যেখানে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত।”

উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, রাষ্ট্রপতি শাসিত সরকার হলো সেই সরকার যা আইন বিভাগ ও বিচার বিভাগের প্রভাব মুক্ত হয়ে কাজ করে।