সার্বভৌমত্বের সংজ্ঞা দাও।
অথবা, সার্বভৌমত্ব কী?
অথবা, সার্বভৌমত্ব কাকে বলে?
অথবা, সার্বভৌমত্ব বলতে কী বুঝ?
উত্তর: ভূমিকা: রাষ্ট্র গঠনের চারটি উপাদানের মধ্যে সার্বভৌমত্ব অন্যতম। সার্বভৌমত্ব ধারণাটি আধুনিক রাষ্ট্রের ভিত্তি। সার্বভৌমত্ব ছাড়া কোন রাষ্ট্র কল্পনা করা যায় না।
সার্বভৌমত্ব: সার্বভৌমত্বের ইংরেজি প্রতিশব্দ হলো ‘Sovereignty’ যা ল্যাটিন শব্দ Superanvs এবং ‘Sovrano’ থেকে এসেছে। এ দু’টি ল্যাটিন শব্দের অর্থ হলো ‘Supreme’ অর্থাৎ প্রধান বা চূড়ান্ত। সুতরাং বুৎপত্তিগত অর্থে সার্বভৌমিকতা বলতে এক বিশেষ ক্ষমতাকে বুঝায়।
প্রামাণ্য সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সার্বভৌমত্বের সংজ্ঞা দিয়েছেন। যেমন-
মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক বার্জেস (Prof. Burgess) এর মতে, “সার্বভৌমিকতা হলো সকল প্রজা ও তাদের সকল সংগঠনের উপর আদি, নিরভুশ ও সীমাহীন ক্ষমতা।”
ব্লাকস্টোন (Blackstone) এর মতে, “সার্বভৌমত্ব রাষ্ট্রের চরম, অপ্রতিরোধ্য, শর্তহীন কর্তৃত্ব।” (The supreme, irresistible, absolute, uncontrolled authority.)
উইলোবি (Willoughby) এর ভাষায়, “সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা।”
Anderson and Christol বলেছেন, “The word sovereignty denotes supreme and final legal authority above beyond which no further legal power exists.”
উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি যে, সার্বভৌমত্ব হলো এমন এক ক্ষমতা যেখানে রাষ্ট্র সর্বময় ক্ষমতার অধিকারী।