অথবা, রুশোর সার্বভৌমত্ব তত্ত্ব সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, রুশোর সার্বভৌমত্ব কী?
উত্তরঃ ভূমিকা: বর্তমান কালে সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান। সার্বভৌমিকতা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্যবিষয়সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। সার্বভৌমিকতা রাষ্ট্রের ব্যক্তিত্বস্বরূপ। এটি রাষ্ট্রকে বিশিষ্টতা দান করেছে। Prof. Laski বলেছেন, “It is by possession of sovereignty that the state is distinguished from all other forms of human association.”
সার্বভৌমত্ব সম্পর্কে রুশো: অষ্টাদশ শতাব্দীতে ফরাসি দার্শনিক রুশ্যে বলেছেন, “সার্বভৌম ক্ষমতা হলো অখণ্ড, অবিচ্ছেদ্য ও চরম।” তাঁর মতে, কোন ব্যক্তি বা ব্যক্তিসমষ্টি এ ক্ষমতার অধিকারী নয়। জনগণের সমষ্টিগত ইচ্ছা বা সাধারণ ইচ্ছাই হলো (General Will) সার্বভৌম ক্ষমতার অধিকারী। রুশো সাধারণের ইচ্ছার সার্বভৌমত্বের কথা বলে বস্তুত গণসার্বভৌমত্বের (Popular Sovereignty) ধারণা সৃষ্টি করেছেন। রুশো সাধারণের ইচ্ছাকেই সার্বভৌম বলে উল্লেখ করেছেন। তাঁর মতানুসারে, এ সাধারণের ইচ্ছাই হলো চরম এবং আইনের উৎস। জনগণের সার্বভৌমত্বের তত্ত্ব প্রচার করে রুশো জনসাধারণের ক্ষমতা ও অধিকারকে প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হয়েছেন। তিনি স্বৈরাচারী রাজতন্ত্রের কট্টর বিরোধী হিসেবে পরিচিত। সার্বভৌমিকতা সম্পর্কিত রুশোর তত্ত্বে হবস ও যান লকের তত্ত্বের সার্থক সমন্বয় সাধিত হয়েছে।
রুশোর সার্বভৌমত্ব তত্ত্বের ‘বৈশিষ্ট্য: রুশোর সার্বভৌমত্ব তত্ত্বের বৈশিষ্ট্য নিম্নে দেয়া হলো:
১. রুশোর সার্বভৌমত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো একে হস্তান্তর করা যায় না।
২. সার্বভৌমিকতাকে যেমন হস্তান্তর করা যায় না, তেমনি একে টুকরো করে ফেলা যায় না।
৩. রুশোর মতে, সার্বভৌমত্ব অভ্রান্ত। সার্বভৌম কোন অন্যায় করতে পারে না।
৪. চরমতা সার্বভৌমত্বের অন্যতম বৈশিষ্ট্য। যেহেতু সার্বভৌমত্ব অভ্রান্ত, সেহেতু একে অমান্য করার কোন প্রশ্নই উঠে না।
৫. রুশোর মতে, সার্বভৌম ক্ষমতা থেকে সামাজিক চুক্তির জন্ম হয়।
৬ . সার্বভৌম চরম ক্ষমতার অধিকারী হলেও এটি জনস্বার্থ বিরোধী কোন কাজ করতে পারে না
উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, রুশোর সার্বভৌমত্ব মতবাদ বর্তমান কালে অত্যন্ত জনপ্রিয় একটি মতবাদ। বর্তমানে প্রায় সারা পৃথিবীতে কম বেশি রুশোর সার্বভৌম তত্ত্বটি প্রতিফলিত হচ্ছে।