অথবা, ‘আন্তর্জাতিক আইন’ আইন কি না তা উল্লেখ কর।
উত্তরঃ ভূমিকা: প্রয়োজন এমন কতকগুলো নিয়মকানুনের সমষ্টি যেগুলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করবে। এ নিয়মের সমষ্টিকেই আন্তর্জাতিক আইন বলে। বর্তমানে মূলত জাতিসংঘই আন্তর্জাতিক আইন প্রণয়ন করে থাকে।
আন্তর্জাতিক আইন আইন কি না: আন্তর্জাতিক আইনের প্রকৃতি নির্ধারণের প্রশ্নে যথেষ্ট মতবিরোধ লক্ষ্য করা যায়। অস্টিন, হল্যান্ড প্রমুখ আইনের বিশ্লেষণমূলক মতবাদের প্রচারকগণ আন্তর্জাতিক আইনকে আইনের পদবাচ্য বসে আদৌ স্বীকার করেন না। তাঁদের মতে, আইন হলো নিম্নতনের প্রতি সার্বভৌম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আদেশ। আন্তর্জাতিক আইন কোন সার্বভৌম শক্তির আদেশ নয় এবং এগুলো সুনির্দিষ্ট আকারে লিপিবদ্ধ করা হয় নি। আন্তর্জাতিক আইন অমান্য করলে কোন রাষ্ট্রের বিরুদ্ধে বাধ্যবাধকতা আরোপ করা যায় না। কিন্তু আইন অমান্য করলে শাস্তি বা বাধ্যবাধকতা আরোপ করা হয়। অন্যদিকে, স্যার হেনরী মেইন, সেবাইন প্রমুখ আইনবিদগণ আন্তর্জাতিক আইনকে আইন বলে স্বীকার করেন। যাহোক, আমরা আন্তর্জাতিক আইন, আইন কি না তা আলোচনা করার জন্য ইতিবাচক এবং নেতিবাচক এ দু’দিক থেকে আলোচনা করতে পারি।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, আন্তর্জাতিক আইনের পিছনে রয়েছে বিশ্বজনমত অর্থাৎ জাতিসংঘ। বিশ্বশান্তি ও নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক আইন মান্য করা উচিত। সুতরাং আমরা বলতে পারি যে, আন্তর্জাতিক আইন হলা সত্যিকার আইন। আইনের মোটামুটি সকল বৈশিষ্ট্য আন্তর্জাতিক আইনের মধ্যে নিহিত রয়েছে।