জনসাধারণ আইন মান্য করে কেন?

অথবা, জনগণের আইন মান্য করার কারণ কী?

অথবা, জনগণ রা মানুষ কেন আইনকে শ্রদ্ধা করে?

অথবা, জনগণ কেন আইন মেনে চলে?

উত্তর: ভূমিকা: আইন হলো একটি লিখিত বিধি বিধান যা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। আইন প্রণয়নের সময় ধর্ম প্রথা ও সামাজিক রীতিনীতি ইত্যাদি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। মূলত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মানুষের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে গিয়েই আইনের উৎপত্তি। সাধারণত মানুষ বা জনগণ শান্তির ভয়ে বিভিন্ন ধরনের অপকর্ম ও অপতৎপরতা চালাতে পারে না এবং আইনকে শ্রদ্ধা বা সম্মান করে।

জনগণ আইন মান্য করে কেন বা মান্য করার কারণ: রাষ্ট্র পরিচালনায় আইন যেমন প্রয়োজন, তেমনি মানবজীবনে সভ্যতা ও সুশৃঙ্খলা আনয়নও অত্যাবশ্যক। আইন জনগণকে নিয়ন্ত্রণ করে, জনগণের স্বার্থেই কাজ করে। তাই আইন মান্য করার পিছনে বেশকিছু যৌক্তিক কারণও রয়েছে। নিয়ে আইন মান্য করার কারণগুলো আলোচনা করা হলো:

১. অধিকার সংরক্ষণের জন্য: উন্নত জীবনের জন্য রাষ্ট্র মানুষকে কতকগুলো অধিকার ভোগের সুযোগ প্রদান করে থাকে। আইন না থাকলে এসব অধিকার নির্বিঘ্নে ভোগ করা সম্ভব হয় না। অধিকার সংরক্ষণ ও ভোগের জন্য আইন মান্য করা হয়।

২. ব্যক্তিত্ব বিকাশের জন্য: সুখশান্তি ও নিরাপত্তার অভাব হলে মানুয় তার মানবিক গুণাবলি ও ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পায় না। ফলে সভ্যতা, সমৃদ্ধি ও প্রগতি ব্যাহত হয়ে থাকে। তাই ব্যক্তিত্ব বিকাশের জন্য আইনতে মান্য করতে হয়।

৩. বিবেকবুদ্ধির প্রেরণায়: মানুষ বিবেক বুদ্ধিসম্পন্ন জীব। বিবেকবান ব্যক্তি ন্যায় ও কল্যাণের পথে চলতে চায়। আইন ছাড়া এটা সম্ভব নয়। কাজেই বিবেকবুদ্ধির প্রেরণায় মানুষ আইন মেনে চলে।

৪. সম্প্রীতি বজায় রাখার জন্য: পরস্পর পরস্পরের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য অবশ্যই আইন মেনে চলতে হয়। কারণ একটা নির্দিষ্ট আইনের মাধ্যমেই পরস্পর পরস্পরের কাছাকাছি অবস্থান করতে পারে।

৫. সুন্দর ভবিষ্যৎ রচনার জন্য: সুন্দর ভবিষ্যৎ রচনা করা প্রত্যেক মানুষের স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য অবশ্যই একটা নিয়মনীতি মেনে চলা দরকার। আর এ নিয়মনীতিই হলো আইন।

৬. শ্রদ্ধা ও সহানুভূতি: মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসেবে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি মানুষকে আইন মান্য করতে সাহায্য করে।

৭. ধর্মীয় কারণ: অতি প্রাচীনকালে ধর্মভিত্তিক আইনের দ্বারা মানুষের জীবন পরিচালিত হতো। আইন অমান্য করা পাপ বলে বিবেচিত হতো। পাপের ভয়ে মানুষ আইন মেনে চলতো।

৮. ন্যায় প্রতিষ্ঠার তাগিদে : আইন দুষ্টের দমন ও শিষ্টের লালন করে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে। আইন না থাকলে অন্যায়ে দেশ ছেয়ে যেতো, মানবসভ্যতা বিলুপ্ত হতো। কাজেই ন্যায় প্রতিষ্ঠার তাগিদে মানুষ আইন মেনে চলে ও আইনকে শ্রদ্ধা করে।
৯. সুখশান্তি ও নিরাপত্তার কারণ : আইন মেনে চললে রাষ্ট্রে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। মানুষ, সুখেশান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে।

১০. শাস্তির ভয়ে: আইন ভঙ্গ করা শাস্তিমূলক অপরাধ। আইন অমান্য করলে রাষ্ট্র কর্তৃক শাস্তি পেতে হয়। তাই মানুষ আইন মেনে চলে ও আইনকে শ্রদ্ধা করে।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, উপর্যুক্ত কারণে জনগণ আইন মান্য করে চলে। তাছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সভ্য নাগরিক তৈরি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন মান্য করা অপরিহার্য। আইন ব্যতীত জনগণের স্বাধীনতা রক্ষা করা অসম্ভব।