অধিকার কী?

অথবা, অধিকারের সংজ্ঞা দাও।

অথবা, অধিকার বলতে কী বোঝ?

উত্তরঃ ভূমিকা: সাধারণ অর্থে, অধিকার বলতে কোন স্বত্ব বা দাবিকেই বুঝায় কিন্তু এ দাবি স্বীকৃত ও সংরক্ষিত না হলে অধিকারের সৃষ্টি হয় না। সমাজের মধ্যেই এর স্বীকৃতি ও সংরক্ষণের ব্যবস্থা হয়। তাই অধিকার হলো একটি সামাজিক ও রাজনৈতিক ধারণা।

প্রামাণ্য সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অধিকারের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে অধিকারের উল্লেখযোগ্য সংজ্ঞাগুলো উল্লেখ করা হলো:

গিলক্রিস্ট (Gilchrist) বলেছেন, “Rights arise from the fact that man is social and political being বোসাংকেত (Bosanquet) এর মতে, “অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি।”

right is a claim recognised by society and enforced by the state.) অধ্যাপক লাস্কি (Prof. Laski) এর মতে, “বস্তুত অধিকার হলো সমাজজীবনের সেসব অবস্থা যেগুলো ছাড়া কোন মানুষ সাধারণভাবে তার ব্যক্তিত্বের প্রকৃষ্টতম বা পরিপূর্ণ বিকাশে সচেষ্ট হতে পারে না।”

টি. এইচ. গ্রিন (T. H. Green) বলেছেন, “সমষ্টিগত নৈতিক কল্যাণ সম্পর্কে চেতনা ছাড়া অধিকারের অস্তিত্ব অসম্ভব।”

হবহাউস (Hobhouse) এর মতে, “প্রকৃত অধিকার বলতে সামাজিক কল্যাণ সাধনের কতকগুলো শর্তকে বুঝায় এবং বিভিন্ন অধিকারের বৈধতা সমাজের সর্বাঙ্গীণ উন্নতি বিধানের উপর নির্ভরশীল।”

বার্কার (Barker) এর মতে, “অধিকার হলো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সেসব সুযোগ সুবিধা যা রাষ্ট্রে কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত।”

রাষ্ট্রবিজ্ঞানী Wildo বলেছেন, “অধিকার হচ্ছে স্বাধীনতার একটি যৌক্তিক দাবি যা নির্দিষ্ট কর্মের অনুশীলন মাত্র।”

উপসংহার: উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, অধিকার হলো প্রত্যেক ব্যক্তির বা সমষ্টির ব্যক্তিত্ব
বিকাশের উপযোগী এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সুযোগ সুবিধা। অর্থাৎ কোন সুযোগ সুবিধা দু’টি শর্ত পূরণ করলে তা অধিকার হিসেবে গণ্য হয়। যথা: ১. সুযোগ সুবিধা প্রত্যেকের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক হবে এবং ২. রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হবে।