অথবা, কর্তব্যের প্রকারভেদ বর্ণনা কর।
উত্তরঃ ভূমিকা: কর্তব্য বলতে রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধার বিনিময়ে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি যেসব দায়িত্ব পালন করে তাকে বুঝায়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকের অধিকারের মতো কর্তব্যের উপরও বিশেষ গুরুত্বারোপ কর মায় থাকে। নাগরিকগণ রাষ্ট্রের কাছ থেকে যেমন কিছু অধিকার ভোগ করে, তেমনি রাষ্ট্রও নাগরিকের কাছ থেকে কিছু কর্তব্য ও দায়িত্ব পালনের আশা করে। মূলত নাগরিকের দায়িত্বগুলোই হলো কর্তব্য।
কর্তব্যের শ্রেণিবিভাগ বা প্রকারভেদ: একজন সভ্য নাগরিকের বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্য রয়েছে। তবে কর্তব্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা: ক. নৈতিক কর্তব্য এবং খ. আইনগত কর্তব্য। নিম্নে এসব কর্তব্য সম্পর্কে আলোচনা করা হলো:
ক. নৈতিক কর্তব্য: নৈতিক কর্তব্য হলো সেসব দায়িত্ব যা উচিত বলে মনে করা হয়। এর পিছনে কোন আইনগত বাধ্যবাধকতা নেই। নৈতিক কর্তব্য ব্যক্তি বা সমাজের নীতিবোধ ও বিবেকবোধের উপর নির্ভর করে। নৈতিক কর্তব্য পালন না করলে সমাজের কাছে হেয় প্রতিপন্ন হতে হয় তবে রাষ্ট্র কোন শাস্তি দিতে পারে না। নৈতিক কর্তব্যের মধ্যে উল্লেখযোগ্য হলো: মাতা পিতার প্রতি শ্রদ্ধা ও ভরণপোষণ, গরিব দুঃখীদের সাহায্য করা ইত্যাদি।
খ. আইনগত কর্তব্য: রাষ্ট্রবিজ্ঞানে কর্তব্য বলতে মূলত আইনগত কর্তব্যকে বুঝায়। আইনগত কর্তব্য বলতে বুঝায় এমন এক ধরনের কর্তব্য যা রাষ্ট্রীয় আইন দ্বারা সৃষ্ট ও অনুমোদিত। আইনগত কর্তব্য আইনানুমোদিত বিধায় নাগরিককে অবশ্যই এগুলো পালন করতে হয়। আইনগত কর্তব্যকে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা: ১. সামাজিক কর্তব্য, ২. রাজনৈতিক কর্তব্য ও ৩. অর্থনৈতিক কর্তব্য। নিম্নে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো:
১. সামাজিক কর্তব্য: মানুষের সমাজজীবনকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণকর করার মানসে প্রদত্ত সুযোগ সুবিধার প্রতিদানস্বরূপ যেসব দায়িত্ব পালন করা হয় তাকে সামাজিক কর্তব্য বলে। যেমন-খাদ্য উৎপাদন, মানুষের বিয়ে ও মৃত্যুকালে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন ইত্যাদি।
২. রাজনৈতিক কর্তব্য: রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি যেসব রাজনৈতিক দায়িত্ব পালন করে তাই রাজনৈতিক কর্তব্য। যেমন-রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন, সংবিধান মেনে চলা, সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দানের মাধ্যমে নির্বাচন করা ইত্যাদি।
৩. অর্থনৈতিক কর্তব্য: রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নাগরিকগণ যেসব দায়িত্ব পালন করে তাই অর্থনৈতিক কর্তব্য হিসেবে গণ্য হয়। যেমন- উৎপাদন, বণ্টন ও বিনিয়োগ সংক্রান্ত কাজে নাগরিকের যেসব দায়িত্ব রয়েছে তাই অর্থনৈতিক কর্তব্য।
উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, রাষ্ট্রের প্রতি নাগরিকগণ যেসব দায়িত্ব পালন করে তাই কর্তব্য। রাষ্ট্রের সমৃদ্ধির জন্য নাগরিকের দায়িত্ব ও কর্তব্য পালন করা অত্যাবশ্যক।