অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কী?

অথবা, অধিকার ও কর্তব্য বলতে কী বুঝ?

অথবা, অধিকার ও ‘কর্তব্যের মধ্যে যোগসূত্র স্থাপন কর।

উত্তরঃ ভূমিকা: একটি রাষ্ট্রকে আধুনিক ও কল্যাণকর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অধিকার ও কর্তব্য দু’টি গুরুত্বপূর্ণ বিষয়। নিম্নে অধিকার ও কর্তব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো:

অধিকার ও কর্তব্যের সম্পর্ক: নিয়ে অধিকার ও কর্তব্যের মধ্যে যে সম্পর্ক তা তুলে ধরা হলো:

১. অধিকারের মধ্যেই কর্তব্যের ধারণা বর্তমান;

২. অধিকারের পরিধি কর্তব্য দ্বারা সীমাবদ্ধ।

৩. রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের উপর নাগরিকের অধিকার নির্ভরশীল;

৪. নৈতিক অধিকার ও নৈতিক কর্তব্য সম্পর্কযুক্ত;

৫. কর্তব্য পালনের উপর অধিকার ভোগ নির্ভরশীল;

৬. কর্তব্য পালনের মাধ্যমে অধিকার অর্জন করতে হয়;

৭. কর্তব্য সম্পাদনের জন্য অধিকার প্রয়োজন;

৮ সামাজিক কল্যাণের ক্ষেত্রে অধিকার ও কর্তব্য পরিপূরক।

উপসংহার: পরিশেষে আমরা বলতে পারি যে, অধিকার ও কর্তব্যের মধ্যে যদি সমন্বয়সাধন করা যায় তাহলে রাষ্ট্র যেমন উপকৃত হবে তেমনি হবে ব্যক্তি। কারণ একজন নাগরিক কখন অধিকার ভোগ করে তখন তার উপর কর্তব্য পালন করা আবশ্য জরুরি হয়ে পড়ে।