অথবা, আধুনিক রাষ্ট্রে নাগরিক অধিকার বলতে কী বুঝ?
উত্তরঃ ভূমিকা: আধুনিক কল্যাণ রাষ্ট্রে নাগরিক অধিকারের উপর গুরুত্ব দেয়া হয়। রাষ্ট্রের উপর নাগরিকদের অনেক অধিকার বিদ্যমান যা নিম্নে আলোচনা করা হলো:
নাগরিক অধিকার: আলোচনার সুবিধার্থে আমরা নাগরিক অধিকারসমূহকে তিন ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। যথা:
১. সামাজিক অধিকার:
২. রাজনৈতিক অধিকার:
৩. অর্থনৈতিক অধিকার।
ক. সামাজিক অধিকার: ব্যক্তির যে সমস্ত অধিকার সমাজের সাথে সম্পর্কিত সেগুলো সামাজিক অধিকার। যেমন-
১. সম্পত্তি লাভের অধিকার:
২. জীবনধারণের অধিকার:
৩. পরিবার গঠনের অধিকার:
৪. জনস্বাস্থ্য ও শিক্ষা লাভের অধিকার।
খ. রাজনৈতিক অধিকার: ব্যক্তির যে সব অধিকার রাজনীতির সাথে সম্পর্কিত সেগুলো রাজনৈতিক অধিকার। যেমন-
১. ভোটদানের অধিকার:
২. সরকারি কাজে নিয়োগ লাভের অধিকার;
৩. নির্বাচনের অধিকার।
গ. অর্থনৈতিক অধিকার: ব্যক্তির যেসব অধিকার অর্থনীতির সাথে সম্পর্কিত সেগুলোকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন-
১. কর্ম লাভের অধিকার;
২. ন্যায্য পারিশ্রমিক লাভের অধিকার;
৩. ব্যবসায় বাণিজ্যের অধিকার।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, ব্যক্তির বিকাশে তিন প্রকার অধিকারই খুব গুরুত্বপূর্ণ। যা সমাজে মানুষের
সামাজিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে।