গ্রিক নগররাষ্ট্র কী?
অথবা, গ্রিক নগররাষ্ট্র কাকে বলে?
অথবা, গ্রিক নগররাষ্ট্র বলতে কী বোঝ?
উত্তরঃ ভূমিকা: আধুনিক বিশ্বের রাষ্ট্রচিন্তার যে ক্রমবিকাশ ও ইতিহাস পাওয়া যায় তার উৎস হলো প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তা, যা তৎকালীন নগররাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। গ্রিসের নগররাষ্ট্র সম্পর্কে Earnest Barker তাঁর Greek Political Theory’ গ্রন্থে যথার্থই বলেছেন, “গ্রিসীয় যুক্তিবাদের শান্ত ও স্বচ্ছ পরিবেশের মধ্যেই রাষ্ট্রচিন্তার প্রথম সূত্রপাত ঘটে।” বস্তুত ইউরোপে যে রাষ্ট্রচিন্তার বিকাশ ঘটেছে এবং বর্তমান বিশ্ব যে রাষ্ট্রচিন্তার দ্বারা উৎকর্ষতা লাভকরেছে তার উৎস ও মৌলিকত্ব গ্রিক নগররাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রচিন্তার অবদান মাত্র। সুতরাং, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাস জানতে হলে প্রাচীন গ্রিসের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজনী।
নগররাষ্ট্র: নগররাষ্ট্রই ছিল গ্রিক রাষ্ট্রদর্শনের সূতিকাগার বা ভিত্তি ভূমি। বিশেষ করে আজকের এ সভ্যজগৎ গড়ে তোলার পিছনে গ্রিক নগররাষ্ট্রগুলো ভিত্তি হিসেবে কাজ করেছে। প্রাচীন সভ্যতাসমূহ নদী ও সমুদ্রের উর্বর ভূমিতে বিকশিত হয়েছিল। গ্রিক সভ্যতাও এর ব্যতিক্রম ছিল না। ইজিয়ান সাগর বিধৌত ছোট ছোট দ্বীপমালা ও সমুদ্র সংলগ্নতার কারণে উপদ্বীপে ইতিহাসের আদিতেই লোক একত্রিত হয়ে গ্রামীণ জীবন শুরু করে। অনেকগুলো গ্রাম নিয়ে গঠিত প্রাকৃতিকভাবে স্বতন্ত্র এক একটি এলাকা নিয়ে রাজ্য তথা রাজনৈতিক এককের উত্তর ঘটে। এ ভূখণ্ড রক্ষার্থে সেনাবাহিনী ও দুর্গের প্রয়োজন হয়। সুউচ্চ এবং সুরক্ষিত অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে ব্যাপক জনবসতি। প্রাচীন, গ্রিক সভ্যতার ইতিহাসে এগুলোই নগররাষ্ট্র বা ‘পোলিস্’ (Polis)। এ ‘Polis’ শব্দ থেকে ‘Politics’ শব্দের উৎপত্তি। প্রাচীন গ্রিকরা তাদের আদি মানব ডিওকালিয়েনের পুত্র হেলেনের বংশধর বলে পরিচয় দিতেন। তাই গ্রিক জাতিকে ‘হেলেনিক জাতি’ এবং গ্রিক সভ্যতাকে ‘হেলেনিক সভ্যতা’ বলা হতো।
উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, রাজনৈতিক চিন্তাধারার সুদীর্ঘ ইতিহাসে নগররাষ্ট্র সম্পর্কে গ্রিকদের প্রবর্তিত নগররাষ্ট্রের ধারণা থেকে বর্তমান আধুনিক নগররাষ্ট্রের বিকাশ সাধিত হয়েছে। মিসের শ্রেষ্ঠ নগররাষ্ট্র হিসেবে এথেন্স স্বাধীনতা ও গণতন্ত্রের প্রবর্তক হিসেবে পৃথিবীতে এত সুপরিচিত। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে যে গণতন্ত্র ও আইনের শাসন প্রত্যক্ষ করা যায় তা মূলত গ্রিক রাষ্ট্রদর্শনের ফল।