অথবা, প্লেটোর আদর্শ রাষ্ট্রের বাস্তবায়ন সম্পর্কে কী বুঝ?
অথবা, তুমি কি মনে কর “প্লেটোর আদর্শ রাষ্ট্র বাস্তব সম্মত ছিল। যুক্তি দাও।
উত্তর: ভূমিকা: প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রের বর্ণনা করতে গিয়ে তাঁরই গুরু মহাজ্ঞানী সক্রেটিসের মূলনীতি ‘Virtue is knowledge’ এবং ‘যা আদর্শ তাই বাস্তব’ প্রভৃতি নীতি দ্বারা যথেষ্ট পরিমাণে প্রভাবিত হয়েছেন। মূলত প্লেটো তাঁর ‘The Republic’ গ্রন্থে যে আদর্শ রাষ্ট্রের বর্ণনা দিয়েছেন, তার মূল উদ্দেশ্য হলো সুন্দর বা শান্তিপূর্ণ জীবনযাপন।
আদর্শ রাষ্ট্রের বাস্তবায়ন সম্ভব কি না: প্লেটো তাঁর ‘The Republic’ গ্রন্থে যে আদর্শ রাষ্ট্রের বর্ণনা করেছেন তা অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক। তিনি দার্শনিক রাজার শাসন কায়েম করে অভিজাত শ্রেণির একাধিপত্য কায়েম করেছেন। তাছাড়া তিনি যে সাম্যবাদের কথা বর্ণনা করেছেন তাও যথেষ্ট ত্রুটিপূর্ণ। তিনি বলেছেন যে, আদর্শ রাষ্ট্রে আইনের কোন প্রয়োজন নেই, কিন্তু আইন ছাড়া কোন রাষ্ট্রই সুসংহতভাবে পরিচালিত হতে পারে না। সুতরাং উপযুক্ত সমালোচনা এবং বাস্তব প্রেক্ষাপট পর্যালোচনা করে একথা বলা যায় যে, প্লেটোর কল্পিত আদর্শ রাষ্ট্রের বাস্ত বায়ন আদৌ সম্ভব নয়।
উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, প্লেটোর আদর্শ রাষ্ট্রতত্ত্বের পরিকল্পনা ছিল কল্পনা বিলাসমাত্র যা সম্পূর্ণরূপে সর্বাত্মক প্রকৃতির; তথাপি এ তত্ত্বের কিছু গুণ লক্ষ্য করা যায়। আধুনিক যুগের ক্ষমতা পৃথকীকরণ নীতি প্লেটোর আদর্শ রাষ্ট্র তত্ত্ব মতবাদের নিকট দায়ী। মোটকথা, বিশ্বসভ্যতার অগ্রগতি সাধনে যেসব মনীষীর অবদান চিরভাস্বর তাঁদের মধ্যে গ্রিক চিন্তাবিদ প্লেটোর তত্ত্ব অন্যতম। আর এ বিখ্যাত মনীষীর চিন্তাধারার মধ্যে আদর্শ রাষ্ট্র তত্ত্বটি অন্যতম।